অভ্যেস নেই যে
মুখ লুকোবে
চোখে রাখো চোখ
হাত পেতে চেয়ো না
জানো না তুমি কে আমার
লুকোনো পরিচয় থাকে আমার
শেষ সঙ্গ দিতে দিয়ো
"চিত্ত যেথা ভয়শূন্য "
ঝড় অনেক দেখেছে দু'চোখ
বাঞ্ছারামের বাগানে ফুল অনেক
শুকনো পাতা দুটো একটা
শেষ চুমুকে না হয় একটা কাপ তুমি আমি !-১০.০৩.২০১৯
মুখ লুকোবে
চোখে রাখো চোখ
হাত পেতে চেয়ো না
জানো না তুমি কে আমার
লুকোনো পরিচয় থাকে আমার
শেষ সঙ্গ দিতে দিয়ো
"চিত্ত যেথা ভয়শূন্য "
ঝড় অনেক দেখেছে দু'চোখ
বাঞ্ছারামের বাগানে ফুল অনেক
শুকনো পাতা দুটো একটা
শেষ চুমুকে না হয় একটা কাপ তুমি আমি !-১০.০৩.২০১৯
No comments:
Post a Comment