তোকে চিনতে
বই পড়তে লাগেনা
দেশ কাল সময়ের উর্দ্ধে
তোর বিবেক মনু -কে সম্মান দেয়
জন্মের উত্তরাধিকার যে তোর
মনু অত ভাবেনা
বিবেকের পর্দা ওকে বাঁধেনা
বোরখা -আঁচল সেসব তোর অলংকার
যা কিছু আদিম
যা অসভ্য
তাই উত্তরাধিকারে মনু 'র
তুই নদী হোসনা
জীবন নিকৃষ্টের প্রাপ্য মনু কে বোঝা
মনু'র চোখে আঙ্গুল দিয়ে দেখা
স্বর্গের পথ নয় শুধু
যন্ত্রণার স্বরলিপি তোর প্রতিটি হাসি'র আড়ালে
মনু'র অহংকার কে ঘি দিসনা
মায়া কর সন্তান কে
মোহ দিসনা
তোর গর্ভে বিবেক পাক
ভবিষ্যতের মনু
অসীমের কাছে কামনা !-১২.০৩.২০১৯
বই পড়তে লাগেনা
দেশ কাল সময়ের উর্দ্ধে
তোর বিবেক মনু -কে সম্মান দেয়
জন্মের উত্তরাধিকার যে তোর
মনু অত ভাবেনা
বিবেকের পর্দা ওকে বাঁধেনা
বোরখা -আঁচল সেসব তোর অলংকার
যা কিছু আদিম
যা অসভ্য
তাই উত্তরাধিকারে মনু 'র
তুই নদী হোসনা
জীবন নিকৃষ্টের প্রাপ্য মনু কে বোঝা
মনু'র চোখে আঙ্গুল দিয়ে দেখা
স্বর্গের পথ নয় শুধু
যন্ত্রণার স্বরলিপি তোর প্রতিটি হাসি'র আড়ালে
মনু'র অহংকার কে ঘি দিসনা
মায়া কর সন্তান কে
মোহ দিসনা
তোর গর্ভে বিবেক পাক
ভবিষ্যতের মনু
অসীমের কাছে কামনা !-১২.০৩.২০১৯
No comments:
Post a Comment