বিশ্বাসের খেলাঘরে
বেহিসাবি হেসেছিলে
তুমি এসেছিলে
উজাড় করা বসন্তে
উন্মাদ ভিজেছিলে
তুমি এসেছিলে
স্বপ্নিল ফেনিল ঢেউ
সাগর বুকে এনেছিলে
তুমি এসেছিলে
মিথ্যা মোহে বাঁধা
আজ সেই দিন
তুমি এসেছিলে !
বেহিসাবি হেসেছিলে
তুমি এসেছিলে
উজাড় করা বসন্তে
উন্মাদ ভিজেছিলে
তুমি এসেছিলে
স্বপ্নিল ফেনিল ঢেউ
সাগর বুকে এনেছিলে
তুমি এসেছিলে
মিথ্যা মোহে বাঁধা
আজ সেই দিন
তুমি এসেছিলে !
বিবাহবার্ষিকী
অন্যদিনের মতোই
বেহিসাবি আমার জীবনে'র
অনিবার্য অবক্ষয়
তুমি এনেছিলে
এক ঐতিহাসিক অপূর্ণতা
পুনরাবৃত্তি'র ইতিহাস
তুমি লিখে গেলে
তুমি চলে গেলে !-১৫.০৩.২০১৯
অন্যদিনের মতোই
বেহিসাবি আমার জীবনে'র
অনিবার্য অবক্ষয়
তুমি এনেছিলে
এক ঐতিহাসিক অপূর্ণতা
পুনরাবৃত্তি'র ইতিহাস
তুমি লিখে গেলে
তুমি চলে গেলে !-১৫.০৩.২০১৯
No comments:
Post a Comment