Friday, 1 March 2019

জীবন করে আমাকে....

ভালোবাসতে পাথর ভেঙেছি
চোখ বুজেছি পাহাড় চূড়োয়
ঝর্ণা থেকে ঝাঁপিয়েছি
বালুচরে ঢেউ'দের তোয়াক্কা করিনি
ভালোবাসতে পারিনি
আজ তোর আলতো সুরে
সব জড়তা মুছেছে
জন্মান্তরের অন্ধ
আলো দেখেছে
ব্যাকরণ না থাক
অলংকার ছুড়ে ফেলে
তোকে খালি চোখে দেখবো
ভালোবাসতে দিবি আমাকে
পাথর আমি অনেকদিন
জীবন দিবি আমাকে !-০১.০৩.২০১৯

No comments: