Thursday, 7 March 2019

জীবনের কেন্দ্র

আমার কথাদের
উপকথা
সাগরের নীরবতা
নদী'র বুক চিরে যায়
সব মেঘে বৃষ্টি নামেনা
জন্মান্ধ তবু বন্ধ্যা নয়
অন্ধ যে জন
জগৎের আলো তার চোখে আলেয়া
সৃষ্টি'র উচ্ছিষ্ট নাভি
আবার জীবনের কেন্দ্র !-০৭.০৩.২০১৯

No comments: