Thursday, 14 March 2019

জোনাকি আলোয়

জীবন কে অনেকটা
গুছিয়ে নিয়েছিস তুই
বর,সন্তান সংসার
আমার এলোমেলো
তেমনি রয়ে গেলো
এককামরা ঘর
জানলা দরজা চারপাই
তোর গৃহস্থ রকমারি আসবাব
শ্যাওলা জমা উঠুন এখন ঝা চকচক
আমার শহরে আলো অনেক
নকল মানুষ মুখোশ বেঁচে এখানে
লাল আলোয় জীবন থামে
দেনা তাতে বাড়ে ছাড়া কমেনা
তোর সাথে কথা বলে বুঝলাম
কেন অচিন পাখি ধরা দেয়
যাবো তো সবাই
গৃহপালিত হবো অসীমের পথিক
অন্ধকার নামে আমার ঘরে
জোনাকি পথ দেখায়
মৃত্যু উপত্যাকায় ! - ১৪.০৩.২০১৯  

No comments: