অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা ! অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন ! ...........গৌরব
Tuesday, 30 September 2014
Monday, 29 September 2014
Saturday, 27 September 2014
Friday, 26 September 2014
Tuesday, 23 September 2014
~ আজকের কবিতা ~
নীল্ ছবি তে ক্লান্ত কবি
আজও দেবদাস হয়নি !-২৩.০৯.২০১৪
=======================
কবি'র চোখ বন্ধ হলে নাকি
রাত দিন হয় !-২৩.০৯.২০১৪
আজও দেবদাস হয়নি !-২৩.০৯.২০১৪
=======================
কবি'র চোখ বন্ধ হলে নাকি
রাত দিন হয় !-২৩.০৯.২০১৪
Wednesday, 17 September 2014
তোমার খোঁজে.....
আমার মনে
জড়ো হওয়া
অনেক কথা
কখনও যদি
সময়ের অবকাশে
কান পাতো
তোমায় শোনাবো !
কিভাবে রাতের পর রাত
শ্রাবনধারা অঝোরে ঝরে
সৃষ্টিতত্বের আলেয়া আঁধার -কে
আলো করে !
কিভাবে প্রকৃতির নিয়মে
জল গড়িয়ে পড়ে
অতল গভীরে !
এক মেরুদন্ডি কি যেন
খোঁজে
সরীসৃপ হওয়ার ছলে !
কে বলে আঁধার' "শুন্য "
আমি বলি সৃষ্টির গুরতত্ত্ব
ওই আঁধারের বুকেই
আমি আবিস্কার করি !
আজও
তোমার আশায়
তোমার খোঁজে !-১৫.০৯.২০১৪
জড়ো হওয়া
অনেক কথা
কখনও যদি
সময়ের অবকাশে
কান পাতো
তোমায় শোনাবো !
কিভাবে রাতের পর রাত
শ্রাবনধারা অঝোরে ঝরে
সৃষ্টিতত্বের আলেয়া আঁধার -কে
আলো করে !
কিভাবে প্রকৃতির নিয়মে
জল গড়িয়ে পড়ে
অতল গভীরে !
এক মেরুদন্ডি কি যেন
খোঁজে
সরীসৃপ হওয়ার ছলে !
কে বলে আঁধার' "শুন্য "
আমি বলি সৃষ্টির গুরতত্ত্ব
ওই আঁধারের বুকেই
আমি আবিস্কার করি !
আজও
তোমার আশায়
তোমার খোঁজে !-১৫.০৯.২০১৪
"তোকে ভালোবাসি"!
ভাবছি তোর্ প্রেমে পড়েই যাই
ছক কষে কে কবে ভালোবেসেছে
বুনিয়াদী বিদ্যালায়ার
কৃষ্ণচূড়া'গুলো আজও কি আছে
সেই যে মালতী দি
শেষ হয়েও যার জীবন শেষ হয়নি
চৌদ্দটা বসন্ত পেরিয়ে কেন
আজ কুহু ডাক কানে বাজে !
অলিখিত চুক্তি আজ লিখিত রুপায়ন
অদূর ভবিষ্যতে কে কবে বলে
আজ না হয় আমি বলি
"তোকে ভালোবাসি"!-১৬.০৯.২০১৪
ছক কষে কে কবে ভালোবেসেছে
বুনিয়াদী বিদ্যালায়ার
কৃষ্ণচূড়া'গুলো আজও কি আছে
সেই যে মালতী দি
শেষ হয়েও যার জীবন শেষ হয়নি
চৌদ্দটা বসন্ত পেরিয়ে কেন
আজ কুহু ডাক কানে বাজে !
অলিখিত চুক্তি আজ লিখিত রুপায়ন
অদূর ভবিষ্যতে কে কবে বলে
আজ না হয় আমি বলি
"তোকে ভালোবাসি"!-১৬.০৯.২০১৪
Sunday, 14 September 2014
Wednesday, 10 September 2014
Monday, 8 September 2014
তোমায় ভালোবাসি মনে মনে !
প্রথম দিন থেকে
যদি বলি
কিছুটা মেকি !
তবে যেদিন চোখে চোখে
কথা বলেছিলে
তবে তাই !
সেদিন থেকেই
তোমায় আবিষ্কার করে চলেছি !
কি অদ্ভুত
যতই দেখি
নতুন লাগে !
অধিকার চাই না
আবিস্কার কেবল
চোখের পাতায় মনের পত্রলিখন !
হ্যান,তোমায় ভালোবাসি
মনে মনে !-০৮.০৯.২০১৪
যদি বলি
কিছুটা মেকি !
তবে যেদিন চোখে চোখে
কথা বলেছিলে
তবে তাই !
সেদিন থেকেই
তোমায় আবিষ্কার করে চলেছি !
কি অদ্ভুত
যতই দেখি
নতুন লাগে !
অধিকার চাই না
আবিস্কার কেবল
চোখের পাতায় মনের পত্রলিখন !
হ্যান,তোমায় ভালোবাসি
মনে মনে !-০৮.০৯.২০১৪
Saturday, 6 September 2014
তোমার জয় হোক ..........
তোমার জয় হোক
অজানা থাক
সাগরের গভীরতা !
অচেনা মেঘের পারে
উড়ে যাক বলাকা !
দীর্ঘজীবি হোক
সবুজের সাম্রাজ্য !
ওই যে সুনীল
জ্যোত্স্না লোকের অধিপতি !
সেও থাক সুখে
গ্রহ -নক্ষত্রের বুকে !
আমার কবিতা হোক
উচ্চারিত স্বর্গের দুয়ারে !
অনন্ত জানুক
তার সৃষ্টির মাহাত্য !-০৬.০৯.২০১৪
অজানা থাক
সাগরের গভীরতা !
অচেনা মেঘের পারে
উড়ে যাক বলাকা !
দীর্ঘজীবি হোক
সবুজের সাম্রাজ্য !
ওই যে সুনীল
জ্যোত্স্না লোকের অধিপতি !
সেও থাক সুখে
গ্রহ -নক্ষত্রের বুকে !
আমার কবিতা হোক
উচ্চারিত স্বর্গের দুয়ারে !
অনন্ত জানুক
তার সৃষ্টির মাহাত্য !-০৬.০৯.২০১৪
তোমার পরশ......
অনিবার্য অন্ধকার
অপরিহার্য আবেগ
তোমার পরশ
আর কি থাকে
আত্মার আত্মীকরণ-এ!-০৬.০৯.২০১৪
============================
The inevitable dark
The irresistable passion
Touch of yours
What else be there
Than Cruisification of soul.-06.09.2014
অপরিহার্য আবেগ
তোমার পরশ
আর কি থাকে
আত্মার আত্মীকরণ-এ!-০৬.০৯.২০১৪
============================
The inevitable dark
The irresistable passion
Touch of yours
What else be there
Than Cruisification of soul.-06.09.2014
Friday, 5 September 2014
তুমি কি পেরেছো?
ভুলে থাকলেই তো হয়
সময় নাকি সুযোগ দেয় !
তাইতো হাসে মানুষ
আবার অকারণে কাঁদে !
ভুলতে চাইলেই
কি ভোলা যায় !
তুমি কি পেরেছো?-০৫.০৯.২০১৪
সময় নাকি সুযোগ দেয় !
তাইতো হাসে মানুষ
আবার অকারণে কাঁদে !
ভুলতে চাইলেই
কি ভোলা যায় !
তুমি কি পেরেছো?-০৫.০৯.২০১৪
Thursday, 4 September 2014
"কবিতা "
তোমার সাথে পরিচয়
সেই অনন্ত অতীতের
যত অধ্যায়
তারও প্রাচীন !
জ্ঞানচক্ষুর উদয়
এই তো সেদিন
আদম -ইভের মনগড়া গল্পে।
তোমার আমার মিলন
সে কি রুপকথা !
তোমার সাথে আলাপ
সেই প্রথম দিন থেকে
জঠর যন্ত্রণা তুচ্ছ করে
যেদিন বরণ করেছিলে
জীবন কে-
অমৃতের ছোঁয়া দিয়েছিলে
পরমেশ্বরের সন্তান-কে !
সেই থেকে
তোমায় চিনি
প্রথম পরিচয়
"মা "
বলে জানি।
তারপর,জীবন এগোয়
কালের সাগরে
আছড়ে পড়ে কতই ঢেউ !
পাশে পাই তোমায়
সুখ-দুঃখ ভাগ করে নাও।
সেই থেকে তোমায় চিনি
তুমি
"ভগিনী "!
ঋতু আসে যায়
শীতের যবনিকা শেষে
নেমে আসে বসন্ত
ফাগের রঙ্গে
ভাসে মনের আঙ্গিনা।
তোমায় আবার নতুনভাবে
চিনি -
তুমি
"হৃদয়হরণী " ~
পূর্ণতার সন্ধানে
এগিয়ে চলি।
মায়ার সংসারে
তুমি
"গৃহিনী"
পূর্ণতার আস্বাদনে
সৃষ্টি সুখের উল্লাসে
জীবন চলে অগ্রগামী।
বিস্ময় তবুও হয়না ইতি
অমরত্বের ধ্বজাধারী
মহাকালের সম্মতি
তুমি বারে-বারে
ফিরে ফিরে আসো !
আজ আমি গর্বিত পিতা
তুমি আমার
"কবিতা " !!!-০৪.০৯.২০১৪
সেই অনন্ত অতীতের
যত অধ্যায়
তারও প্রাচীন !
জ্ঞানচক্ষুর উদয়
এই তো সেদিন
আদম -ইভের মনগড়া গল্পে।
তোমার আমার মিলন
সে কি রুপকথা !
তোমার সাথে আলাপ
সেই প্রথম দিন থেকে
জঠর যন্ত্রণা তুচ্ছ করে
যেদিন বরণ করেছিলে
জীবন কে-
অমৃতের ছোঁয়া দিয়েছিলে
পরমেশ্বরের সন্তান-কে !
সেই থেকে
তোমায় চিনি
প্রথম পরিচয়
"মা "
বলে জানি।
তারপর,জীবন এগোয়
কালের সাগরে
আছড়ে পড়ে কতই ঢেউ !
পাশে পাই তোমায়
সুখ-দুঃখ ভাগ করে নাও।
সেই থেকে তোমায় চিনি
তুমি
"ভগিনী "!
ঋতু আসে যায়
শীতের যবনিকা শেষে
নেমে আসে বসন্ত
ফাগের রঙ্গে
ভাসে মনের আঙ্গিনা।
তোমায় আবার নতুনভাবে
চিনি -
তুমি
"হৃদয়হরণী " ~
পূর্ণতার সন্ধানে
এগিয়ে চলি।
মায়ার সংসারে
তুমি
"গৃহিনী"
পূর্ণতার আস্বাদনে
সৃষ্টি সুখের উল্লাসে
জীবন চলে অগ্রগামী।
বিস্ময় তবুও হয়না ইতি
অমরত্বের ধ্বজাধারী
মহাকালের সম্মতি
তুমি বারে-বারে
ফিরে ফিরে আসো !
আজ আমি গর্বিত পিতা
তুমি আমার
"কবিতা " !!!-০৪.০৯.২০১৪
Wednesday, 3 September 2014
বিশ্বাসের বালুচর .....
বিশ্বাসের বালুচর
কেবলই চোরাবালি !-০৩.০৯.২০১৪
===================
Shelf of Belief
Quicksand only.-03.09.2014
কেবলই চোরাবালি !-০৩.০৯.২০১৪
===================
Shelf of Belief
Quicksand only.-03.09.2014
Tuesday, 2 September 2014
~কর্পোরেট নারী~
নারী তুমি কর্পোরেট
প্রকৃতির দম্ভ দামিনী !
আধুনিক তুমি
সমৃদ্ধি শ্রী তোমায় ঘিরে !
রাত জাগলে কল গার্ল
তবুও হার মানোনি !
নারী তুমি কর্পোরেট
পাব ক্লাব ডীস্কো
অবাধ চরাচর তোমার !
আধুনিক তুমি
ট্যাটু তে বাড়াও অঙ্গ শোভা !
বয়ফ্রেন্ড হাসবেন্ড
ছেলেও আজ
তোমার ফ্রেন্ড !
রূপে নয় শুধু
আজ তুমি গুনেও
গজগামিনী !
পদপিষ্ট প্রজা সকল
অনুগ্রহ প্রার্থী ! - ০২.০৯.২০১৪
প্রকৃতির দম্ভ দামিনী !
আধুনিক তুমি
সমৃদ্ধি শ্রী তোমায় ঘিরে !
রাত জাগলে কল গার্ল
তবুও হার মানোনি !
নারী তুমি কর্পোরেট
পাব ক্লাব ডীস্কো
অবাধ চরাচর তোমার !
আধুনিক তুমি
ট্যাটু তে বাড়াও অঙ্গ শোভা !
বয়ফ্রেন্ড হাসবেন্ড
ছেলেও আজ
তোমার ফ্রেন্ড !
রূপে নয় শুধু
আজ তুমি গুনেও
গজগামিনী !
পদপিষ্ট প্রজা সকল
অনুগ্রহ প্রার্থী ! - ০২.০৯.২০১৪
অদেখা প্রান্তরে...
পরিধি ছাড়িয়ে অনেকটা দূর
অদেখা প্রান্তরে...
এক হাতে সেরে শেষের প্রস্তুতি
রাতের সাথে মিশে যায়
কায়া ।
থাকে,
বাকি কিছু ছেঁড়া-কাঁথা
নকশা তুলতে গিয়ে বিদ্ধ যারা ।-রত্না ঘোষ
====================
Far beyond the limits
Unseen in the wilderness ...
Recovered by the end of the preparation
The Corpus
Merged with the night
The rest
Is up to some of the worn-
To design and stick to those.
(Original Composition by Ms. Ratna Ghosh,rendered into English by me) — with Ratna Ghosh.-02.09.2014
অদেখা প্রান্তরে...
এক হাতে সেরে শেষের প্রস্তুতি
রাতের সাথে মিশে যায়
কায়া ।
থাকে,
বাকি কিছু ছেঁড়া-কাঁথা
নকশা তুলতে গিয়ে বিদ্ধ যারা ।-রত্না ঘোষ
====================
Far beyond the limits
Unseen in the wilderness ...
Recovered by the end of the preparation
The Corpus
Merged with the night
The rest
Is up to some of the worn-
To design and stick to those.
(Original Composition by Ms. Ratna Ghosh,rendered into English by me) — with Ratna Ghosh.-02.09.2014
শেষ না হওয়া কবিতা...........
শেষ না হওয়া কবিতা...........
কলম বিরামহীন
ভাবনা
তোমাতে সীমিত !-০২.০৯.২০১৪
কলম বিরামহীন
ভাবনা
তোমাতে সীমিত !-০২.০৯.২০১৪
চিরদিন আমায় বাংলা টানে .........
চিরদিন আমায় বাংলা টানে
যে বাংলা টানে সুরের মূর্ছনা
যে বাংলায় গাঙ চিলের কল্পনা
যে বাংলা শহীদ আনে ভাষার টানে
যে বাংলা ভাটিয়ালি বাউল গানে
যে বাংলায় কথা সাহিত্য শরতের বুলি
যে বাংলায় জীবনানন্দ এর অধরা বনলতা
যে বাংলায় সুনীল নীরা অমর গাথা
সে বাংলায় যেন হই ধুলিসাত !-০২.০৯.২০১৪
যে বাংলা টানে সুরের মূর্ছনা
যে বাংলায় গাঙ চিলের কল্পনা
যে বাংলা শহীদ আনে ভাষার টানে
যে বাংলা ভাটিয়ালি বাউল গানে
যে বাংলায় কথা সাহিত্য শরতের বুলি
যে বাংলায় জীবনানন্দ এর অধরা বনলতা
যে বাংলায় সুনীল নীরা অমর গাথা
সে বাংলায় যেন হই ধুলিসাত !-০২.০৯.২০১৪
Monday, 1 September 2014
তুমি আসবে বলে....
তুমি আসবে বলে....
রাত অপরিনীত
জ্যোত্স্না ছন্নছাড়া !-০১.০৯.২০১৪
*****************************
With hope
That you would come.......
The Night is yet virgin
The moonshine is bohemian.-01.09.2014
রাত অপরিনীত
জ্যোত্স্না ছন্নছাড়া !-০১.০৯.২০১৪
*****************************
With hope
That you would come.......
The Night is yet virgin
The moonshine is bohemian.-01.09.2014
Subscribe to:
Comments (Atom)









