প্রথম দিন থেকে
যদি বলি
কিছুটা মেকি !
তবে যেদিন চোখে চোখে
কথা বলেছিলে
তবে তাই !
সেদিন থেকেই
তোমায় আবিষ্কার করে চলেছি !
কি অদ্ভুত
যতই দেখি
নতুন লাগে !
অধিকার চাই না
আবিস্কার কেবল
চোখের পাতায় মনের পত্রলিখন !
হ্যান,তোমায় ভালোবাসি
মনে মনে !-০৮.০৯.২০১৪
যদি বলি
কিছুটা মেকি !
তবে যেদিন চোখে চোখে
কথা বলেছিলে
তবে তাই !
সেদিন থেকেই
তোমায় আবিষ্কার করে চলেছি !
কি অদ্ভুত
যতই দেখি
নতুন লাগে !
অধিকার চাই না
আবিস্কার কেবল
চোখের পাতায় মনের পত্রলিখন !
হ্যান,তোমায় ভালোবাসি
মনে মনে !-০৮.০৯.২০১৪
No comments:
Post a Comment