আমার মনে
জড়ো হওয়া
অনেক কথা
কখনও যদি
সময়ের অবকাশে
কান পাতো
তোমায় শোনাবো !
কিভাবে রাতের পর রাত
শ্রাবনধারা অঝোরে ঝরে
সৃষ্টিতত্বের আলেয়া আঁধার -কে
আলো করে !
কিভাবে প্রকৃতির নিয়মে
জল গড়িয়ে পড়ে
অতল গভীরে !
এক মেরুদন্ডি কি যেন
খোঁজে
সরীসৃপ হওয়ার ছলে !
কে বলে আঁধার' "শুন্য "
আমি বলি সৃষ্টির গুরতত্ত্ব
ওই আঁধারের বুকেই
আমি আবিস্কার করি !
আজও
তোমার আশায়
তোমার খোঁজে !-১৫.০৯.২০১৪
জড়ো হওয়া
অনেক কথা
কখনও যদি
সময়ের অবকাশে
কান পাতো
তোমায় শোনাবো !
কিভাবে রাতের পর রাত
শ্রাবনধারা অঝোরে ঝরে
সৃষ্টিতত্বের আলেয়া আঁধার -কে
আলো করে !
কিভাবে প্রকৃতির নিয়মে
জল গড়িয়ে পড়ে
অতল গভীরে !
এক মেরুদন্ডি কি যেন
খোঁজে
সরীসৃপ হওয়ার ছলে !
কে বলে আঁধার' "শুন্য "
আমি বলি সৃষ্টির গুরতত্ত্ব
ওই আঁধারের বুকেই
আমি আবিস্কার করি !
আজও
তোমার আশায়
তোমার খোঁজে !-১৫.০৯.২০১৪
No comments:
Post a Comment