Friday, 5 September 2014

তুমি কি পেরেছো?

ভুলে থাকলেই তো হয়
সময় নাকি সুযোগ দেয় !
তাইতো হাসে মানুষ
আবার অকারণে কাঁদে !
ভুলতে চাইলেই
কি ভোলা যায় !
তুমি কি পেরেছো?-০৫.০৯.২০১৪

No comments: