Monday, 29 September 2014

~ আগমনী ~


গাঙ্গের প্রানে এলো জোয়ার 
ভাসলো দু'কুল ভাসলো রে !
ধং কুর কুর ধং কুর কুর 
বাদ্যি আবার বাজলো রে !
পুজো এলো 
বছর ঘুরে 
মা এসেছে বাড়ি ফিরে 
কে রে কোথায় আয় রে ছুটে !
মায়ের আশীষ নে রে লুটে 
বছর ঘুরে এলো উষা 
ভাসলো পরান ভাসলো রে !-২৯.০৯.২০১৪


No comments: