ভাবছি তোর্ প্রেমে পড়েই যাই
ছক কষে কে কবে ভালোবেসেছে
বুনিয়াদী বিদ্যালায়ার
কৃষ্ণচূড়া'গুলো আজও কি আছে
সেই যে মালতী দি
শেষ হয়েও যার জীবন শেষ হয়নি
চৌদ্দটা বসন্ত পেরিয়ে কেন
আজ কুহু ডাক কানে বাজে !
অলিখিত চুক্তি আজ লিখিত রুপায়ন
অদূর ভবিষ্যতে কে কবে বলে
আজ না হয় আমি বলি
"তোকে ভালোবাসি"!-১৬.০৯.২০১৪
ছক কষে কে কবে ভালোবেসেছে
বুনিয়াদী বিদ্যালায়ার
কৃষ্ণচূড়া'গুলো আজও কি আছে
সেই যে মালতী দি
শেষ হয়েও যার জীবন শেষ হয়নি
চৌদ্দটা বসন্ত পেরিয়ে কেন
আজ কুহু ডাক কানে বাজে !
অলিখিত চুক্তি আজ লিখিত রুপায়ন
অদূর ভবিষ্যতে কে কবে বলে
আজ না হয় আমি বলি
"তোকে ভালোবাসি"!-১৬.০৯.২০১৪
No comments:
Post a Comment