Tuesday, 2 September 2014

চিরদিন আমায় বাংলা টানে .........

চিরদিন আমায় বাংলা টানে
যে বাংলা টানে সুরের মূর্ছনা
যে বাংলায় গাঙ চিলের কল্পনা
যে বাংলা শহীদ আনে ভাষার টানে
যে বাংলা ভাটিয়ালি বাউল গানে
যে বাংলায় কথা সাহিত্য শরতের বুলি
যে বাংলায় জীবনানন্দ এর অধরা বনলতা
যে বাংলায় সুনীল নীরা অমর গাথা
সে  বাংলায় যেন হই ধুলিসাত !-০২.০৯.২০১৪

No comments: