Monday, 31 March 2014

আদরের বিশু,,,,,,,,

আদরের বিশু,
....................সেই কবেকার কথা এক দশক পেরিয়েও গেছে দু'দশকের জীবনে।তুই আমি আরও কতই ছিল সেই পূর্ব সুন্দর পাহাড়ি-র(দেশবন্ধু বুনিয়াদী বিদ্যালয়) ইস্কুলে !আমি ছিলাম নব আগুন্তুক তোদের ইস্কুলে;নতুন নতুন বাংলা শিখেছিলাম তাই বোধ হয় তোদের চোখে একটু আনাড়ি ও ছিলাম। তা হোক স্বীকার তোকে করতে হবে;যতটা ভাবতিস ততটাও ছিলাম না আদতে!নতুন বাংলা শিখেও তোদের বেশ ভালোই জব্দ করেছিলাম,মনে পরে দীপ্তি দি সবসময় তোদের বাংলায় বেশি-বেশি নাম্বার দিত!যতই ভালো লিখি এক-আধ নাম্বার কাটবেই;গোপা দি জীবন বিজ্ঞান পরাতে গিয়ে জীবন টাই অতিষ্ঠ করে দিয়েছিল উফ !সূর্য স্যার-কে কিন্তু আমার খুব ভালো লাগতো;একটু রাগী ছিল কিন্তু মন টা ভালো !স্যার-এর সাথে জানিস পরেও অনেকবার দেখা হয়েছে !আমাকে তো স্যার সবসময় সেই মেদিনীপুর-এর তত্কালীন পুলিশ ইন্সপেক্টর গৌরব .............(ভুলে গেছি )বলে ডাকত !আমার স্কুল ছাড়ার ৪ বছর পর জানিস যখন আমার ভাই ভর্তি হলো তখন স্যার আমার ভাইকেও গৌরব বলেই ডাকত !সত্যি সে দিন'গুলো ভোলার নয়!সেই হাফ এর দিন আহা;চাইলেও যে ফিরিয়ে আনা যায় না!ওঃ সেই মিনতি দি'র কথা মনে পড়ে;as you know some peoples are incorrigible,she's too much yaar I swear!একটা দিনও আমাকে শান্তি তে থাকতে দেয়নি ;beyond tolerance yaar !চল ছাড় সেই যে মুন্নাভাই বলেছিল না "दुखी आत्मा है साला"just like that yaar.বন্ধুদের কথায় আসি দেখ এখন তো বড় হয়ে গেছি জানিনা কে কি ভাববে !But at that time as you know everyone is so full of attitude yaar,একমাত্র মনে আছে পূর্বাশা আমাকে খুব হেল্প করতো in all aspect.She's truly a good girl yaar,Krittika is also very nice to me,and also Suchu(Suchandra).আমি তো জানিস born romantic crush কিন্তু আমারও ছিল !নাম বলে তাদের অসম্মান করব না as usual but yes I feel something something.অনেক বাজে বকলাম আর না;এবার তোরটা শুনতে চাই;তাই এখানেই শেষ করছি আশা করছি তোর্ ভালো লাগবে!ভালো থাকিস আমার Cutie Pie,খাম ভরে আদর রইলো তোর্ জন্য!তোর্ সব খবরই আমার জানা ভাইটা-কে বেশি জ্বালাবি না !মামা হলে খবর টা যেন পাই বিয়ের নেমন্তন্ন টাও কিন্তু নেব !
........................................................................তোর্ প্রেমিক-কবি-দার্শনিক বন্ধু,
................................................................................গৌরব
..............................................................................................৩১.০৩.২০১৪

প্রিয় মৌ,,,,,,,,,,,,,,

প্রিয় মৌ,
অবান্তর কথা লিখে তোমার মূল্যবান সময় অপচয় করতে চাইনা।প্রথমেই বলি আমি ভালো আছি,তুমিও আশা করি অতীতের ঘটনা বিস্মৃত হয়েছো।ক্ষমা চেয়ে তোমাকে বিরক্ত করতে চাইনা;শুধু বলি ভালো আমি তোমাকেই বেসেছি !মুখ ফুটে বলতে পারিনি সে শুধু তোমার কথা ভেবে,প্রয়োজনের সাথে আয়োজনের সামঞ্জস্য যে রাখতে পারিনি !কি করে পারবো শুধু কাব্য করতে শিখেছি,বিপণন তো আজও করতে পারিনি। পেটের দায়ে দাসত্বের পন্থায় সৃজনশীলতা কে বন্ধক রেখেছি !কবিতা অনেক লিখেছি ;কবি আজও হতে পারিনি।লেখালেখি সে তো পূর্বপুরুষদের
ঋণস্বীকার;বকলমে তোমায় না বলা কথা !শেষে আবার বলি ভালো আমি তোমাকেই বেসেছি;তুমি মান্যতা দাওনি;সামাজিক স্বীকৃতির দায়ে !আমি ভালোবেসেছি কেবলই মনের দায়;আমার সৃষ্টি তোমারই ভালোবাসার অঙ্গীকার!ভালো থেকো;নিজের যত্ন নিও !
তোমার ,
গৌরব
৩১.০৩.২০১৪

-:ঝড় যেমন করে জানে অরন্য কে :-



চঞ্চলা 
বেপরোয়া
অপরিনামদর্শি !
তবুও
সে জানে
একান্তই আপন দৃষ্টিভঙ্গি তে !
সুনিবিড় 
সুগভীর 
বনানী
তার আগমনে তোলপাড় হয় !
যুগে যুগে
তপোবন
নন্দনকানন
যে অরণ্যানী
উতলা হয়ে ওঠে
যেন বহু প্রতীক্ষিত প্রেমিক
পায় তার অভিষ্ঠ !
আজন্ম তিষ্ঠ
এক চাতক পায় শ্রাবণ !
কোনো এক কালে
যেভাবে হয় দুষ্মন্ত-শকুন্তলা'র মিলন !
ধ্যানরত বিশ্বামিত্র
পায় মেনকা -কে !
উদ্দাম ও স্নিগ্ধ
মিলিত হয় সেভাবেই !
কালে-কালে
পূর্ণতা পায়
এ বিশ্ব-প্রকৃতি ! - ৩১.০৩.২০১৪

নামকরণ ঋণস্বীকার বরেন্য কবি প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের লেখা কবিতা "ঝড় যেমন করে জানে অরন্য কে"

~পথিকৃত~


কোনো এক শারদ প্রাতে
দেখেছো কখনও
পূব দিগন্তে লালিমা রঞ্জিত 
যৌবন প্রাঞ্জল রবি-কে !
আবার
কোনো এক শৈত্য-প্রবন অপরান্হে
সেই রবি যেন নিস্প্রভ ম্রিয়মান
অন্তিম পরিনতির অপেক্ষায় !
পূর্ব হতে পশ্চিম
অবিরাম যাত্রী সে যে
মানব জাতির পথিকৃত !-৩১.০৩.২০১৪

Sunday, 30 March 2014

~যোধা-আকবর~


সাগর তোমাকে দেব
তির টুকু
আমায় দিও !
সূর্যটা তোমার থাক
বালুচরটা আমার হোক !
জল তো তোমারই
ঢেউটুকু হোক আমার !
ইতিহাস জয়ী মুঘল সম্রাট
আকবর !
যদি আমি হই
হবে না
আমার যোধা !
বিশ্ববিজয়ী সম্রাট
আমি
তুমি আমার
সম্রাজ্ঞী !-৩০.০৩.২০১৪

Saturday, 29 March 2014

কাল যে তুই.......

কাল যে তুই দেশি খেলি 
দেশ-টা গেলি ভুলে !
সোজা এসে পড়লি রে তুই
পড়লি আমার কোলে !
কত করে বলেছিলুম
যাস না রে তুই চলে !
কাল রাত্তিরে
দেশী খেইয়ে
এলি আমার কোলে !
ধামসা-মাদল 
মহুয়া পেয়ে
গেলি ছেড়ে চলে!
কাল রাত্তিরে দেশি খেইয়ে
পড়লি এসে কোলে !-২৯.০৩.২০১৪

জন্মসূত্রে লাল পাহাড়ির(সাঁওতাল পরগনা) দেশের মানুষ আমি,আজ সেই মাটির মানুষদের উত্সর্গীকৃত একটি লোকগীতি,আশা করি সবার ভালো লাগবে!

~বিমূর্ত~


বিমূর্ত মুহূর্ত সকল
নিউক্লিয়াস সমান !
নিউক্লিয়ার ফিউশন
জীবন ক্রম-বর্ধমান !!!-২৯.০৩.২০১৪

Friday, 28 March 2014

~সেই বর্ষায়....~

সে ছিল এক বর্ষা
তুমি এসেছিলে
প্রাণচঞ্চলা !
বানভাসি মন আমার
নিষ্পলক চেয়েছিল !
তুমি নিয়েছিলে
বুকে টেনে
বর্ষা
পেয়েছিল প্রাণ !

"বর্ষাতি ছাড়া ভিজেছিলাম !"-২৮.০৩.২০১৪

~ আরণ্যক ও অনন্যা ~

আমি আদিম 
অনন্ত প্রহরী 
বিনিদ্র যুগান্তর 
উন্মুক্ত প্রান্তর 
আমার সাম্রাজ্য 
আমি আরণ্যক !
তুমি কোমল 
স্নেহময়ী প্রকৃতি 
স্নিগ্ধ মমতাময়ী 
কলঙ্কিনী রাধা 
অভাগিনী দ্রৌপদী 
তুমি অনন্যা !-২৮.০৩.২০১৩ 

Thursday, 27 March 2014

~ মূল্য ~

নীরবতার হাহাকার 
তুমি বোঝনি !
ভালোবাসার মূল্য 
তুমি কি দেবে !!!-২৭.০৩.২০১৪

Wednesday, 26 March 2014

~মুক্তিপণ~

ভালোবাসার মুক্তিপণ 
গিটারের তারে আঙ্গুল 
ভেসে যায় লাল কার্পেট 
তবু আমি অনড় 
ইতিহাস যে সাক্ষী 
তানসেনের সুরে 
প্রকৃতির রোদন 
আমারও দৃঢ় বিশ্বাস 
"তুমি আসবে !" -২৬.০৩.২০১৪

অসম্পূর্ণ ভালোবাসা


কেবলই পূর্ণতা খোঁজো
বোঝোনা গভীরতা !
সাহারা হাতড়ে পেতে চাও 
প্রশান্তের অতলতা !
কেন বোঝোনা-
ভালোবাসা অসহায় !
দিয়েও দেয় না ধরা
কথা দিয়েও কথা রাখেনা !-২৬.০৩.২০১৪

~অসহায়~


ভালোবাসা খুব অসহায়
জানো
যেন 
সদ্যজাত শিশু
সদ্য প্রস্ফুটিত পুষ্প !
তুমি বোলো
"সমাজ স্বীকৃতি দেয়না !"
আমি বলি
"তুমি মান্যতা দাও
এ সৃষ্টি অমর হবে !"-২৫.০৩.২০১৪

~ছোট্ট দিদিভাই~

রাগ করেছে ছোট্ট খুকী
গাল ফুলেছে তাই !
লাল টুকটুক
দুই গাল তার
করবে যে লড়াই !
"আর মেরো না
আর মেরো না
আমি যে ছোট্ট দাদাভাই
ক্ষমা করে দাও
আমার ছোট্ট দিদিভাই" !-২৫.০৩.২০১৪

Monday, 24 March 2014

~মন্ত্রণা~


নীরবতার হাতছানি
আজও বলে যায়
"আলেয়ার পিছনে ছুটিস অভাগা
সামনে তোর্ সাগর অনন্ত"!-২৪.০৩.২০১৪

~ব্যর্থ~


ভালোবাসা জানি
ছলনা বুঝিনি !
তুমি 
অপরাজিত !
আমি
রণক্লান্ত !
নিতান্তই
ব্যর্থ !!!-২৪.০৩.২০১৪

Saturday, 22 March 2014

~ আনমনে ~

একটি সুস্থ মনের অপমৃত্যু

অজস্র সম্ভাবনার ভ্রুহ্নত্যা !-২২.০৩.২০১৪

~ ব্যঙ্গ ~

সভ্যতা জুড়ে
আফিমের আচ্ছন্নতা !
সদ্যজাত শিশু
আজ
মহাকালের পরিহাস !!!-২২.o৩.২০১৪

~ অন্তিম ~

ভালোবাসার শেষ নিঃশ্বাস
শুধু বলে গেল
"দেখা দিলে 
ধরা দিলে না"!-২২.০৩.২০১৪

Thursday, 20 March 2014

~দহন ~



ইচ্ছেরা আজও পরাধীন
খোলা আকাশের নিচে !
দমবন্ধকর চার দেওয়ালের বেড়া
কাকে খোঁজে 
দিশেহারা আশা'রা !
কে সে
যে এনে দিতে পারে
মুক্তির আস্বাদ !
না পাওয়ার জাবেদা লিখন
আর যে সয় না !
সস্তার মাপকাঠি-তে
যে জীবন গড়া যায় না !
সস্তায় সস্তা হয়
জীবন যে চায়
"আরও বেশি কিছু"!!!-২০.৩.২০১৪

Saturday, 15 March 2014

~ বৃন্দাবনে দোল ~



বৃন্দাবনে দোল এসেছে 
মন মেতেছে 
তোমার রঙ্গে !
বসন্তসখা
ডাক দিয়েছে
পলাশ ফুটেছে
ডালে ডালে !
খেলবো রঙ্গ
তোমার সনে
এসো হে সখী
দিয়োনা ফাঁকি !!!-১৫.০৩.২০১৪

~ ফাগুন এসো ~



ভুবন রাঙিয়ে দাও
রাঙিয়ে দাও আজ মন !
তোমার পরশে
পুণ্য হোক !
ক্ষুদ্র
এ জীবন !!! - ১৫.০৩.২০১৪

~অঙ্গীকার~



ভেঙ্গে পড়িনি
বরং 
অঙ্গীকার নিয়েছিলাম 
"হারিয়ে যাবো না" ! - ১৫.০৩.২০১৪

~ মন ফাগুনে ~

শীতের শেষে
আড়মোড়া ভেঙ্গে
বসন্ত জাগ্রত দুয়ারে !
ফাগুনের রঙ্গে
রক্তিম পলাশ
কুহু ধ্বনি
কুঞ্জে কুঞ্জে !
দোলের পরশ
লাগুক প্রানে - মনে !
রাঙিয়ে দাও মন ফাগুনে -১৫.০৩.২০১৪

Friday, 14 March 2014

~অপু'র পাঁচালী~



অপু'র সেই অবাক চোখে 
রেল দেখা 
দূর্গা'র সেই উন্মাদ 
বৃষ্টি ভেজা !

দূর্গা'র অকালপ্রয়ান 
অপু'র বেড়ে ওঠা 
সংসারে পদার্পণ !

পথচলা তবুও শেষ হয়না 
ভবপারাবারে একলা হয়ে যায় 
অপু !
মৃত্যু'র করালগ্রাস 
কবে কে এড়াতে পেরেছে ?

সময়ের সাথে অপু'ও বোঝে 
জীবনের 
পথের পাঁচালী !!!-০৯.১১.২০১৩

সেদিন.........

যদি দেখা দাও
এক নিরালা
বর্ষণ মুখর সন্ধায় !
যখন স্তব্ধতা
ছুঁয়ে যায় স্নিগ্ধতা !
যখন গগনপট
শ্রান্ত !
ক্লান্ত
অবিরাম বর্ষণে !
লালিমা মুখর
তুমি এসো !
ধরা দিও
বাহুবন্ধনে !
বিস্রস্ত
কেশ তোমার
ছুঁয়ে যাবে
আমার চিবুক !
অনুরাগে প্লাবিত
হোবো একাকার
তুমি আর আমি !!!-১৪.০৩.২০১৪

Thursday, 13 March 2014

"তবু মনে রেখো"

আকাশের বুক চিরে
হোবো আমিও
একটি তারা !
হারিয়ে যাবো
একদিন !

ভুলে যেতে
পারো -
সবাই তা
পারে !

তবুও যদি পারো
একান্তই এক নিভৃত
অন্তরালে
কেউ যেন না
জানতে পারে
"তবু মনে রেখো" !!!-  ১৩.০৩.২০১৪

Tuesday, 11 March 2014

~ নিয়ম ~



ভুলে যেতে 
হয়না 
সময়
ভুলিয়ে দেয় !
ফ্রেম বাঁধানো
ছবি সব
ধুলো জমে যায় !!
কেউ নয় চিরতরে
তুমিও নও আমার !!!
মহাকালের জয়যাত্রা
ক্ষনিকের শরিক
তুমি
আর
আমি !!!! - ১১.০৩.২০১৪

Sunday, 9 March 2014

~ তর্পণ ~



আমি বেশ আছি
পাঠকবিহীন সমালোচক সমাজে
আমি আজও আছি !
দীর্গ পথ পাড়ি দিয়ে
নোবেল খানি
খোয়া গিয়ে !
আত্মহারা বাঙালি মননে
আমি আজও আছি !!!-১০.০৩.২০১৪

~ মিথ্যে ~



প্রতি মুহুর্তে
নিজেকে ভেঙ্গে গড়া !
কেন দিস
মিছে প্রতিশ্রুতির আস্কারা !
অনিত্য এ সংসার
কাটে না যে তোকে ছাড়া !
ফিরে আয় না হয়
ফিরিয়ে নে এ মিথ্যে মায়া !!!-০৯.০৩.২০১৪

Friday, 7 March 2014

~কবি প্রনাম ~

জেনো কবি প্রনাম হে আদি অনন্ত প্রকৃতি প্রতিনিধি ! স্নেহময়ী জননী তুমি প্রেমিকা অর্ধাঙ্গিনী ! যুগে যুগে কালে-কালে পতিতা অভাগিনী ! দুহিতা তুমি শক্তিরুপিনি ভাগিনী তুমি নিবেদিতা ! চির বসন্ত তুমি
মহিয়সী মানবী !!!!!-০৮.০৩.২০১৪


Thursday, 6 March 2014

~ তোমাকে..... ~



তুমি হও 
স্বপ্নের সওদাগর !
আমি নিঃস্ব
ক্রীতদাস সই !!! - ০৬.০৩.২০১৪

Tuesday, 4 March 2014

~চাপাকান্না~



নিস্তব্ধতা যদি বলে যায় 
যা কিছু না বলা !
নিস্তব্ধতাই হউক
মনের ভাষা !
স্তব্ধ হউক
যত চাপাকান্না !!! - ০৫.০৩.২০১৪

` তোমার ছোঁয়ায `

চেয়ে দেখো দুরে
ওই দিগন্ত রেখা- র পারে !
সিন্দুরী মেঘের আভা 
রাঙিয়ে দিয়ে যায় !
অনুরাগে পূর্ণ প্রান 
অনুরক্ত তোমার ছোঁয়ায !!! - ০৪.০৩.২০১৪

Mirror her & She'll dazzle You........


কে তুমি হে লাস্যময়ী 
দর্পণ পানে চেয়ে রও 
পলকহিনা হে ছলনাময়ী
হয়োনা নিস্থুরা
ঝড় ওঠে যে মনে -প্রানে
দেখে তব রূপ সুষমা !!!-০৪.০৩.২০১৪

~মন ফাগুনে~





লুকোচরি যতই কর
অনুভুতির উত্তরণে
তুমি আজও আমার ! -০২.০৩.২০১৪

~ নিঃস্ব ~

চাইবার অধিকার নেই তাই তো আমি নিঃস্ব ! বারে-বারে ধরা দিয়ে হারিয়ে যাও আজও ! কি চাও বলো না হয় ! নিঃস্বতা অসহনীয় যে ! চাই শুধু তোমায় তোমার পথ চেয়ে থাকি দিয়েও দাও না ধরা কেবলই দাও ফাঁকি ! - ০৪.০৩.২০১৪

Saturday, 1 March 2014

~টানাপোড়েন~



এক চিলতে
মন জুড়ে !
অক্লান্ত 
টানাপোড়েন !
গানের খাতায়
লিখে রেখো -
"জীবনের হিসাব

একদিন মেলাবো !"-০১.০৩.২০১৪

~ সংলাপ ~



একটা ঢেউ
বালুচর কে
ছুঁলো
কানে কানে
যেন
বলে গেল
"জীবনের অভিধানে
শেষ কথা মিলন !"-০১.০৩.২০১৪

~শর্তাধীন~




হারিয়ে যাওয়ার
শর্তে
আজও
মরিচিকার
পিছুটান !-০১.০৩.২০১৪