আদরের বিশু,
....................সেই কবেকার কথা এক দশক পেরিয়েও গেছে দু'দশকের জীবনে।তুই আমি আরও কতই ছিল সেই পূর্ব সুন্দর পাহাড়ি-র(দেশবন্ধু বুনিয়াদী বিদ্যালয়) ইস্কুলে !আমি ছিলাম নব আগুন্তুক তোদের ইস্কুলে;নতুন নতুন বাংলা শিখেছিলাম তাই বোধ হয় তোদের চোখে একটু আনাড়ি ও ছিলাম। তা হোক স্বীকার তোকে করতে হবে;যতটা ভাবতিস ততটাও ছিলাম না আদতে!নতুন বাংলা শিখেও তোদের বেশ ভালোই জব্দ করেছিলাম,মনে পরে দীপ্তি দি সবসময় তোদের বাংলায় বেশি-বেশি নাম্বার দিত!যতই ভালো লিখি এক-আধ নাম্বার কাটবেই;গোপা দি জীবন বিজ্ঞান পরাতে গিয়ে জীবন টাই অতিষ্ঠ করে দিয়েছিল উফ !সূর্য স্যার-কে কিন্তু আমার খুব ভালো লাগতো;একটু রাগী ছিল কিন্তু মন টা ভালো !স্যার-এর সাথে জানিস পরেও অনেকবার দেখা হয়েছে !আমাকে তো স্যার সবসময় সেই মেদিনীপুর-এর তত্কালীন পুলিশ ইন্সপেক্টর গৌরব .............(ভুলে গেছি )বলে ডাকত !আমার স্কুল ছাড়ার ৪ বছর পর জানিস যখন আমার ভাই ভর্তি হলো তখন স্যার আমার ভাইকেও গৌরব বলেই ডাকত !সত্যি সে দিন'গুলো ভোলার নয়!সেই হাফ এর দিন আহা;চাইলেও যে ফিরিয়ে আনা যায় না!ওঃ সেই মিনতি দি'র কথা মনে পড়ে;as you know some peoples are incorrigible,she's too much yaar I swear!একটা দিনও আমাকে শান্তি তে থাকতে দেয়নি ;beyond tolerance yaar !চল ছাড় সেই যে মুন্নাভাই বলেছিল না "दुखी आत्मा है साला"just like that yaar.বন্ধুদের কথায় আসি দেখ এখন তো বড় হয়ে গেছি জানিনা কে কি ভাববে !But at that time as you know everyone is so full of attitude yaar,একমাত্র মনে আছে পূর্বাশা আমাকে খুব হেল্প করতো in all aspect.She's truly a good girl yaar,Krittika is also very nice to me,and also Suchu(Suchandra).আমি তো জানিস born romantic crush কিন্তু আমারও ছিল !নাম বলে তাদের অসম্মান করব না as usual but yes I feel something something.অনেক বাজে বকলাম আর না;এবার তোরটা শুনতে চাই;তাই এখানেই শেষ করছি আশা করছি তোর্ ভালো লাগবে!ভালো থাকিস আমার Cutie Pie,খাম ভরে আদর রইলো তোর্ জন্য!তোর্ সব খবরই আমার জানা ভাইটা-কে বেশি জ্বালাবি না !মামা হলে খবর টা যেন পাই বিয়ের নেমন্তন্ন টাও কিন্তু নেব !
........................................................................তোর্ প্রেমিক-কবি-দার্শনিক বন্ধু,
................................................................................গৌরব
..............................................................................................৩১.০৩.২০১৪






.jpg)
.jpg)








.jpg)
















