Thursday, 13 March 2014

"তবু মনে রেখো"

আকাশের বুক চিরে
হোবো আমিও
একটি তারা !
হারিয়ে যাবো
একদিন !

ভুলে যেতে
পারো -
সবাই তা
পারে !

তবুও যদি পারো
একান্তই এক নিভৃত
অন্তরালে
কেউ যেন না
জানতে পারে
"তবু মনে রেখো" !!!-  ১৩.০৩.২০১৪

No comments: