Friday, 14 March 2014

সেদিন.........

যদি দেখা দাও
এক নিরালা
বর্ষণ মুখর সন্ধায় !
যখন স্তব্ধতা
ছুঁয়ে যায় স্নিগ্ধতা !
যখন গগনপট
শ্রান্ত !
ক্লান্ত
অবিরাম বর্ষণে !
লালিমা মুখর
তুমি এসো !
ধরা দিও
বাহুবন্ধনে !
বিস্রস্ত
কেশ তোমার
ছুঁয়ে যাবে
আমার চিবুক !
অনুরাগে প্লাবিত
হোবো একাকার
তুমি আর আমি !!!-১৪.০৩.২০১৪

No comments: