Wednesday, 26 March 2014

~মুক্তিপণ~

ভালোবাসার মুক্তিপণ 
গিটারের তারে আঙ্গুল 
ভেসে যায় লাল কার্পেট 
তবু আমি অনড় 
ইতিহাস যে সাক্ষী 
তানসেনের সুরে 
প্রকৃতির রোদন 
আমারও দৃঢ় বিশ্বাস 
"তুমি আসবে !" -২৬.০৩.২০১৪

No comments: