Saturday, 15 March 2014

~ বৃন্দাবনে দোল ~



বৃন্দাবনে দোল এসেছে 
মন মেতেছে 
তোমার রঙ্গে !
বসন্তসখা
ডাক দিয়েছে
পলাশ ফুটেছে
ডালে ডালে !
খেলবো রঙ্গ
তোমার সনে
এসো হে সখী
দিয়োনা ফাঁকি !!!-১৫.০৩.২০১৪

No comments: