Friday, 28 March 2014

~সেই বর্ষায়....~

সে ছিল এক বর্ষা
তুমি এসেছিলে
প্রাণচঞ্চলা !
বানভাসি মন আমার
নিষ্পলক চেয়েছিল !
তুমি নিয়েছিলে
বুকে টেনে
বর্ষা
পেয়েছিল প্রাণ !

"বর্ষাতি ছাড়া ভিজেছিলাম !"-২৮.০৩.২০১৪

No comments: