Friday, 14 March 2014

~অপু'র পাঁচালী~



অপু'র সেই অবাক চোখে 
রেল দেখা 
দূর্গা'র সেই উন্মাদ 
বৃষ্টি ভেজা !

দূর্গা'র অকালপ্রয়ান 
অপু'র বেড়ে ওঠা 
সংসারে পদার্পণ !

পথচলা তবুও শেষ হয়না 
ভবপারাবারে একলা হয়ে যায় 
অপু !
মৃত্যু'র করালগ্রাস 
কবে কে এড়াতে পেরেছে ?

সময়ের সাথে অপু'ও বোঝে 
জীবনের 
পথের পাঁচালী !!!-০৯.১১.২০১৩

No comments: