Wednesday, 26 March 2014

অসম্পূর্ণ ভালোবাসা


কেবলই পূর্ণতা খোঁজো
বোঝোনা গভীরতা !
সাহারা হাতড়ে পেতে চাও 
প্রশান্তের অতলতা !
কেন বোঝোনা-
ভালোবাসা অসহায় !
দিয়েও দেয় না ধরা
কথা দিয়েও কথা রাখেনা !-২৬.০৩.২০১৪

No comments: