Saturday, 29 March 2014

কাল যে তুই.......

কাল যে তুই দেশি খেলি 
দেশ-টা গেলি ভুলে !
সোজা এসে পড়লি রে তুই
পড়লি আমার কোলে !
কত করে বলেছিলুম
যাস না রে তুই চলে !
কাল রাত্তিরে
দেশী খেইয়ে
এলি আমার কোলে !
ধামসা-মাদল 
মহুয়া পেয়ে
গেলি ছেড়ে চলে!
কাল রাত্তিরে দেশি খেইয়ে
পড়লি এসে কোলে !-২৯.০৩.২০১৪

জন্মসূত্রে লাল পাহাড়ির(সাঁওতাল পরগনা) দেশের মানুষ আমি,আজ সেই মাটির মানুষদের উত্সর্গীকৃত একটি লোকগীতি,আশা করি সবার ভালো লাগবে!

No comments: