Thursday, 20 March 2014

~দহন ~



ইচ্ছেরা আজও পরাধীন
খোলা আকাশের নিচে !
দমবন্ধকর চার দেওয়ালের বেড়া
কাকে খোঁজে 
দিশেহারা আশা'রা !
কে সে
যে এনে দিতে পারে
মুক্তির আস্বাদ !
না পাওয়ার জাবেদা লিখন
আর যে সয় না !
সস্তার মাপকাঠি-তে
যে জীবন গড়া যায় না !
সস্তায় সস্তা হয়
জীবন যে চায়
"আরও বেশি কিছু"!!!-২০.৩.২০১৪

No comments: