Saturday, 30 May 2015

ফিরে আসে না ...

হারানো ফ্রেম গুলো ফিরে দেখি
আমি নেই কোথাও তাতে
চোখের কোনে তারা জ্বলে ওঠে
হারানো দিন ফিরে আসে না !৩০.০৫.২০১৫

সম্পর্কের আয়ু...

রাতের কাছে বন্ধক
ঝড়ের ঔদ্ধত্য
মীরা বন্ধক
অনুরাগে !
তুমিও বুঝি
দিয়েছো বিসর্জন
কালের গহ্বরে
সম্পর্কের আয়ু !-৩০.০৫.২০১৫

মন বলেও কিছু হয়........

তোর্ কি আমাকে
আর মনে পড়ে না !
নাকি ভুলেই গেছিস
মন বলেও কিছু হয় !-৩০.০৫.২০১৫

অন্ধকার নেই ...........

একটা সমুদ্র দেখলে নাকি 
জীবন ধন্য হয় 
সে নাকি মুছে দিতে পারে 
সমস্ত পিপাসা 
আমি তোমার বুকে 
আকাশ দেখেছি
তাতে পাখি উড়ে
বৃষ্টি নামে
মেঘ করে
রামধনু ধরা দেয়
আমি দেখতে পাই
মাথা রেখে ঘুমাই
সে আকাশে
চোখ বুজলেও
সেখানে অন্ধকার নেই !-২৯.০৫.২০১৫

Friday, 29 May 2015

আমার মৃত্যু.........

কৃতজ্ঞ 
মা
দিয়েছো 
জীবন 
আমার মৃত্যু 
আমি লিখবো !-২৮.০৫.২০১৫ 

Thursday, 28 May 2015

নারেশন গ্যাপ....

Tribute to my Gen X.......!!!
ডিগ্রী গুজ্চি কেবল
মাথা খুড়েও
স্কেলেতন পাওয়া যায় না 
সিগার থেকে সিগারেট
জেনারেশন গ্যাপ টা কম নয় !-২৮.০৫.২০১৫

সময় সাক্ষী

প্রেম বোঝে না
মুর্খ যত সব
খ্হমা নেই তোদের
পারবে না ঈশ্বরও মেনে নিতে !
তোদের চিতায় কুকুর হিসি করবে
কাক শকুনে ছিড়ে খাবে তোদের হৃত্পিণ্ড
মাংস বুঝিস শুধু তাই না
দেখবি তোদের পরিনতি সময় সাক্ষী !-২৮.০৫.২০১৫

কিশোরী যন্ত্রণা ....

আজ আবার বৃষ্টি নামুক
সে রাতের মতই
কিশোরী যন্ত্রণা
পাক যৌবনের পূর্ণতা !-২৮.০৫.২০১৫

বোধি বৃক্ষ ...

অর্থহীন জীবন
ব্যাকরণ হীন মন
বোধি বৃক্ষ
আজও দাড়িয়ে
সময়ের স্তম্ভ !-২৮.০৫.২০১৫ 

Wednesday, 27 May 2015

সবটাই অধরা......

আরও ১টা 
গোটা দিন
২৪ টা ঘন্টা 
কোথাও তুই নেই 
নাকি তুই ছাড়া 
সবটাই অধরা !-২৬.০৫.২০১৫    

Tuesday, 26 May 2015

বিদেহী বসুধা ......

ষড়যন্ত্র ছিল
আকাশ বোঝেনি
একলা আকাশ
আজও জ্যোত্স্না'র
পথ চেয়ে থাকে
বিদেহী বসুধা
বিদ্রুপ মুখর !-২৬.০৫.২০১৫

Monday, 25 May 2015

আমি ছিলাম

শেষের কবিতায়
শেষ দুটি কথা
একদিন আমি ছিলাম
একদিন কে যুগ বুঝে নিও
দুটি কথা-ই রয়ে গেলো
আমি ছিলাম !-২৫.০৫.২০১৫

বিবর তোমার দান ...

বিবর
থেকে বিবর পথে
পথে পাপ
বারে বারে !
মৃত্যু কে ফাঁকি
জলে দাগ কাটি
পেতে পরম সুখ
সাজি বুজরুকি উজবুক !
নীল্ আকাশে লাল চোখ 
লাল সে বিবর সন্ধান 
নশ্বর এ জীবন 
বিবর তোমার দান !-২৫.০৫.২০১৫ 

Sunday, 24 May 2015

সস্তা - নগদ - বাকি

চলেনা স্লিপার চাপা 
আমার হাওয়াই চটি ভালো 
আমি রাজধানী তে থাকি 
জীবন সস্তা নগদ বাকি !-২৪.০৫.২০১৫

Saturday, 23 May 2015

প্রিয় মেঘ ,


প্রিয় মেঘ ,

রাতের কথা ইচ্ছে শোনেনি
রাত তাই বোবা হয়ে গেছে
চুপটি তার ভাঙ্গলো সেদিন জ্যোত্স্না
চাঁদ নাকি তাতে বাধা দেয়নি
সাগর সেদিন আকাশ কে কানে কানে জানিয়েছিলো
সৃষ্টির আবর্তে একদিন নাকি চাঁদ রাতের ঋণী ছিল
সেই ঋণ সে শোধ করেছে
তাইতো জ্যোত্স্না নদীর বুকে রাতের কানে
ঘুমপাড়ানি গেয়ে চলে !
সে গানের সুর নাকি রবি'র দেওয়া
সে গান কি তা জানো
"ও গো দুখ জাগানিয়া...."
আচ্ছা,রাত কি কেবলি দুঃখ দেয়
আমি তোমাকে পেয়েছি
তবে কি
তুমিও আমায় ছেড়ে যাবে কোনদিন
তোমার উত্তরের অপেক্ষা রইলো !

ইতি ;
রুপকথা  

Friday, 22 May 2015

এটাই নিয়ম...

তোর্ খোলা চুল
খোপা করা হয়নি
সেদিন
হলফ করা ছিলো !
না 
বৃষ্টি সেদিন 
মাটি ছোঁয়নি !
আমার বুকে সেদিন 
আমি সুনামি টের পেয়েছিলাম 
বারেবারে আছড়ে পড়ছিলি 
আমি বাঁধিনি 
সৃষ্টির এটাই নিয়ম !-২২.০৫.২০১৫

Sunday, 17 May 2015

আমার তৃষ্ণা নেই...

আমার বেদনা 'রা জল কে 
ছোঁয় না 
তুমি ভাবো 
আমার তৃষ্ণা নেই !-১৭.০৫.২০১৫

Friday, 15 May 2015

আড়াল করি কি করে....

ভুল হয়না বুঝতে
ভুলে যেতে পারিনা
চোখ বুজলেও যে ভাসে
তাকে আড়াল করি কি করে !-১৫.০৫.২০১৫

Thursday, 14 May 2015

প্রতিটি ক্ষণে...

তোর্ কি আর
গান শুনতে ভালো লাগে না
রাতে কোকিল ডাকে
শুনিনি তো
আগে কখনও !
জানি তোর্ অভিমান
আজও আমার ভালোবাসা ছাপিয়ে যায় !
তবে কি জানিস
প্রতিটি ক্ষণে...
চোখের মেঘলা কোনে
আমি তোর্ ছবি
ভাসতে দেখি ! -১৪.০৫.২০১৫

তুমি সঙ্গে হলে

শুধু জেগে থেকেও দেখেছি
রাত ঠিক ততটাই বড়
যতটা ছোট
তুমি সঙ্গে হলে !-১৪.০৫.২০১৫

Wednesday, 13 May 2015

তোদেরই দান.....

তুই বুঝতে চাসনি
আমি ভালোবাসা কে
জন্মান্ধ করে দিয়েছি !
তুই জানতে চাসনি
ভালোবাসা কে
অন্ধ ঘরে বন্দী করে দিয়েছি !
তুই শুনতে চাসনি
"আমি তোকে ভালোবাসি"
বোবা ভালোবাসা ডুকরে কেঁদেছে
প্রতি'টি রাতে !
ছায়া মাড়িয়ে তুই দেখতে আসিস'নি
বুক ফাটা যন্ত্রণা মিলিয়ে গেছে শুন্যে !
তবুও বলি
কোনদিন যেন তুই বলিসনা
তোর্ কেউ নেই
কবি'রা অমর্ত্য সে তোদেরই দান !-১৩.০৫.২০১৫

Tuesday, 12 May 2015

মেঘ কে আকাশ....

প্রিয় মেঘ ,

কথা দিয়েছিলাম তাই এই বোশেখের বেলায় স্মৃতিচারণ !কাল ঋতু দা'র শারদ "উত্সব" দেখতে দেখতে কোথায় যেন নিজের জীবনের প্রতিফলন পাচ্ছিলাম !সেই থেকেই মনে হলো সত্যি তো সম্পর্কের দুরত্ব ও ভৌগলিক দুরত্ব তো এক নয় !

এই ধরো না তুমি আমি নির্জন দুপুরে কে কোথায় ,তোমার ভালো লাগে দুপুর আমি খুঁজি রাত !আমার খ্হত গুলো যে গভীর তা তোমায় জানতে দিতে চাইনা বলেই হয়তো !

যাক সে কথায় কাজ নেই,তোমার উত্তরের অপেক্ষা রইলো !

একান্তই তোমার ,
আকাশ
রচনাকাল -১৩.০৫.২০১৫

বাঁধ ভাঙ্গে...

রাতারাতি
কিছু বদলে যায় না
ইতিহাস লেখা হয়
রাতের পর রাত জুড়ে
গভীর এক খাদ
অনন্তের মূর্ত প্রতীক
অসমতল মালভূমি
জীবনের উত্থান পতন
মাঝে যেটুকু
সমতল
তাই নিয়ে ইতিহাস
রচিত আবারও রচিত
প্রতিদিন
অন্য নামে
বর্ষা নামে
বাঁধ ভাঙ্গে......!-১৩.০৫.২০১৫ 

Monday, 11 May 2015

তুলি ও রামধনু মুখোমুখি ...২

এখন যে।এন।ইউ(J.N.U)
ওখানে কি
হট হান্টিং
মানে?
সুস্থ সবল চোখের ব্যাম
ছি ছি
কিসের শালা
তুমি যেন ধোয়া তুলসী 
তুলসী হতে যাব কেন
আমি রুক্ষ কঠিন ক্যাকটাস !
রাখ শালা
কি হলো
কি হলো
আমাকে সময় দিতে তোমার ফাটে !
না ওটা ফাটা নয়
তবে কি শুনি
আহ ,অন্য কাজ থাকে তো !
সে আমি ভালই জানি তোর্ কাজের ফর্দ আমাকে দিতে হবে না
কি জানিস তুই
সারাদিন শুধু বৌদি আর কচি খুকি'দের দেখা !
এই দেখ তুই কিন্তু সীমা রাখছিস না
চোখ আছে দেখেছি বেশ করেছি
তা যা না সেখানে গিয়ে থাক না হয়
মাথায় যদি গোবর না লেপে দেয়
ইসস কি সব কথা
কি সব কথা,ঠিকই বলছি !
তুই তারই যোগ্য
"কোই হমদম না রাহা........"
রাখ হয়েছে
তুই আমাকে এরম বলতে পারলি
তুই করতে পারিস
আমি বলতে পারবো না !
ধুর আমার ই ভুল হয়েছে
কি শুনি
না কিছুনা
দেখি তোর্ মোবাইল টা
দিবি কিনা ?
বললাম তো অসুবিধা আছে
এই রে
কি করছিস
তোর্ সুবিধা করে দিচ্ছি
এসো সোনা......
তোকে না বলতে পারি.....!-১১.০৫.২০১৫

Saturday, 9 May 2015

ফেলে আসা বালুচর...

এভাবেই বিয়ে যায় নদী
অর্নব ও বেশ ভালো ছেলে
কিন্তু সেদিন মোহনা কে
অর্ণবের সাথে দেখে
নদী'র চোখে জল এসেছিলো
সেদিন ও'র ও মনে পরেছিল
ফেলে আসা বালুচর !-০৯.০৫.২০১৫

Friday, 8 May 2015

কিসের অহম পুষি ......

কিসের অহম পুষি
বৃত্তের শেষ
খুঁজি
বেঁধেছ যে
বন্ধনে
মুক্তি
তোমাতে
প্রনতি
তোমারে
যে সুধা
দিয়েছো প্রাণে
সে ঋণ
অক্ষম শোধনে !
জেনো প্রনাম
নতজানু
নতশিরে !-০৯.০৫.২০১৫

সব চরিত্র কাল্পনিক ?

উপস্থাপনায় বলতেই হয়
সব চরিত্র কাল্পনিক !
তবে এই ১০-৭ টা'র জীবনটা
আকাঙ্খিত ততটা নয়
যতটা কিনা
নদীর নিশ্চুপ বয়ে যাওয়া
ভুলে যাওয়া
সমস্ত ক্লান্তি
বিসর্জন সব দুঃস্বপ্ন !
কিন্তু মোহনায় আবার এসে দেখা
সেই চেনা মুখ
অচেনা নয় আবেগ গুলোও
তবুও কেন বলতে হয়
সব চরিত্র কাল্পনিক ?-০৮.০৫.২০১৫

তুলি ও রামধনু মুখোমুখি ...

তুই জানিস আমি তোকে ভালোবাসি
ভালোবাসিস না ছাই
মানে এটা কি হলো !
চুল্কাস না যা এমনি খুব গরম
ছি ছি ! !
কি সব ভাষা
কেন রে
তুই বুঝি বর্ণপরিচয় পড়িস'নি !
কি হয়েছে বোল তো
কনসিভ করেছি
তুই বাপ হবি না ?
ওরে মা খেমা দে
খেমা শালা তোমার অন্য মেয়েদের দিয়ে সময় থাকেনা
এখানে এসে কাব্য করা হয় !
কি মুশকিল
কি হয়েছে তা বলবি তো...
কেন রে বাপ হবি শুনে আনন্দ হলো না
নিজের বাপের হদিস আজও পেলাম না !
মানে......?
কিছু না !
তুই বলবি
থাক না ওসব কথা
না থাক নয় বল আমাকে !
না মানে এতদিন তোকে বলা'র সাহস হয়নি
তা আজ যখন সাহস করেছিস ঝেড়ে না হয় কাষ !
তবে শোন আমি জানিনা আমার আসল বাবা কে
তো তাতে প্রবলেমটা কোথায় ?
মানে
মাথাটা কি শেষ পর্যন্ত ও এল এক্ষ () করলি !
আমার নয় তোর্ টা !
দেখ আমার কিন্তু ভালো লাগছে না
তাইতো বলছি কনসিভ করবো
দে না !
মানে ......?
তুমি ঢেমনা কিচ্ছু বোঝোনা
এসব কি
আলো নেভাচ্চিস কেন
আজ তোকে বাপ বানাবো
ভুলে যা সব ! -০৮.০৫.২০১৫


ছুঁয়ে যায় আনমনে.....

প্রেম তো রক্ষা'র অপেক্খ্যা রাখেনা
ছুঁয়ে যায় আনমনে !-০৮.০৫.২০১৫

Thursday, 7 May 2015

কালপুরুষ

বেলাশেষে
বোবা টানেল টা
বলতে চায়
একটা যুগ
কিভাবে যে....
বয়ে গেল
সে হিসাব রেখেছে শুধু
তৃষিত পথ !
পড়ন্ত যৌবন
জানে বাস্তবের মানে !
সর্বহারাদের গান
কবে কে গেয়েছে !
ছায়াপথ ধরে
হেটে যায়
সেই তো
কালপুরুষ !-০৭.০৫.২০১৫

সৌজন্যে সময় .....

তোমার ঠোঁটে গল্প রেখেছিলাম
সে বহুকাল আগে 
সে গল্প আজ উপন্যাস হয়েছে 
সৌজন্যে সময় 
নদী বয়ে গেছে
সাগরের কুল আজও খুঁজছি !-০৭.০৫.২০১৫

চক্ষু কেন...

যান্ত্রিক জীবন খুব কষ্ট দেয়
প্রাণ চায় তবে চক্ষু কেন পথ হারায় !-০৫.০৫.২০১৫

Monday, 4 May 2015

ফুরোয় না বদলে....

হিসাব ফুরোয় না 
বদলে যায় কেরানি !-০৩.০৫.২০১৫

ব্লাক & ওয়াইট....

অধিকার সময় দেয় 
আবার কেড়ে নেয়
জীবনের একটাই রং 
ব্লাক & ওয়াইট
রাত গয়ি বাত গয়ি !-০৩.০৫.২০১৫

আঁকতে পারলাম না.....

তুমি রঞ্জন(থিয়েটার) কে ভরসা করলে 
আমি মাল্টিপ্লেক্ষ ভাবতে পারলাম না 
তুমি জীবন কে সীমায় বাঁধলে 
আমি মৃত্যু-কে আঁকতে পারলাম না !-০৩.০৫.২০১৫

কমার্শিয়াল .....

ঘড়িটা তাকে(shelf) তোলা থাক 
আজ আবেগেরা ঝরে পড়ুক
এতটাই কমার্শিয়াল 
বাঁচা দায় 
জীবন 
ভালোবাসা ফেলা যায় 
ডাস্টবিনে !-০৩.০৫.২০১৫

আমি ভালোবেসেছি তোমায়

আমি যখন পথ চলি
মনে থাকেনা 
আমি কবি 
তখন তো জনতা !
ভাসতে হয় স্রোতের কুলে 
আঁধারে তো সবটাই উজান 
খোদার কসম জান
আমি ভালোবেসেছি তোমায় !-০২.০৫.২০১৫

সেদিন বৃষ্টি আসেনি...

ভুলেছি মেঘ কবে 
করেছিল আকাশে 
শুধু মনে আছে 
সেদিন বৃষ্টি আসেনি !-০২.০৫.২০১৫

নিজেকে হারায়নি...

কেউ একলা পথ হাঁটে
বোলো ক্ষতি কি তাতে !
তারা নিজের মতো পায়নি 
তারা নিজেকে হারায়নি !-০২.০৫.২০১৫

কেন বাঁধিস....

তুই কবি বলে ডাকিস 
কাছে এলে দুরে থাকিস 
আমার মুক্তি যে তোর্ হাতে লেখা 
কেন বাঁধিস বিরহ ডোরে?-০২.০৫.২০১৫

নই তো ব্যভিচারী

আজ রাতটা বড় কালো 
যেন দিন দেখেনি আলো 
আজ সারাটাবেলা একা 
তোমার নাম্বারটা হারালো !
এ কি আলো-আঁধারী খেলা
প্রেম পায়না সারাবেলা 
তবে রাত নামলো কেন 
কোন এ স্মৃতির ভেলা !
আমি ভুল বুঝিনি তোকে
হাত আলতো তোর্ বুকে
হতে পারি আমি পুরুষ
আমি নই তো ব্যভিচারী !-০২.০৫.২০১৫

বলি দিতেই হয়....

গুরু'র প্রতি সম্পূর্ণ নিষ্ঠা রেখেও 
বলতে পারি 
বৃথা আশাও মরে 
নাহলে যে কেউ দার্শনিক হতো না !
বেঁচে থাকার লড়াই টা এরকম...
কাওকে রাখতে গেলে 
কাওকে বলি দিতেই হয় !-০১.০৫.২০১৫

কবি তো মরেনি আজও...

দিন হয়ে থাক 
শুকনো পাতা 
মিশে যাক রাত বিছানায় 
ভালোবাসা তো মরেনা 
কোনো কবি তো মরেনি আজও !-০২.০৫.২০১৫

কিন্তু আকাশ নেই

কাল বৃষ্টি এসেছিল 
মেঘ করেনি 
রামধনু দেখেছিলাম 
গল্পে কিন্তু আকাশ নেই !-০৩.০৫.২০১৫

জয় করি মৃত্যু কে....

রোজ রাতে একটা সিগারেট 
আগুনের সাথে পুড়ে
যেমন আমি 
তোমার সাথে 
ও হয় ধোঁয়া
আমি জয় করি মৃত্যু কে !- -০২.০৫.২০১৫

প্রথম প্রেম......

যে তোমার প্রথম সত্তা 
উন্মোচন করে 
সেই তোমার প্রথম 
প্রেম !-০২.০৫.২০১৫

বইছে কেবল বইছে...

মানুষ তো প্রচুর দেখছি
কেউ কি বেঁচে আছে ?
যেন বিসর্জিত চিতা'র অবশেষ 
বইছে কেবল বইছে !-০১.০৫.২০১৫

আবেগ রাখিস...

বিছানায় কর 
বিপ্লব
মনে 
আবেগ রাখিস !-২৯.০৪.২০১৫

দয়া করতে....

মুক্ত হস্তে 
দান করুন 
দ্বিধা করুন 
দয়া করতে !-৩০.০৪.২০১৫

গ্লানি ....

যে অপাত্রে করেছো 
দান
গ্লানি তার যাওয়ার নয় !-৩০.০৪.২০১৫

বদলে না শুধু .....

সময়ের সাথে 
শুধু সংজ্ঞা নয়
পাল্টে যায় 
চাহিদাগুলো 
বদলে না শুধু 
অভিধান !-৩০.০৪.২০১৫

ঘুম আসে না...

তোকে ছাড়াও 
রাত কাটে 
চোখ বুজি 
ঘুম আসে না !-২৮.০৪.২০১৫

আকাশ কবে চাঁদ কে পর করেছে....

এভাবেও ভুল বোঝা যায় 
সে তোমার কাছে শেখা
আমি তো শুধু ভালোবেসেছিলাম 
আকাশ কবে চাঁদ কে পর করেছে !-২৮.০৪.২০১৫

আয় তোকে আকাশ দেখাই .....

তুই আমাকে ভালোবাসিস না
বাসী তো
নাহ তুই বাসিস না !
ভুল বুঝিস কেন তুই আমায়
ভুল বুঝি আমি ?
নাহ ভুল আমার
আমি মেনে নিচ্ছি !
কি মেনে নিচ্ছিস রে
রাখ তোর্ ন্যাকামি !
আমি চাঁদ দেখেছি
আয় তোকে
আকাশ দেখাই !-২৮.০৪.২০১৫

তুমি ভেসেছিলে...

একটা প্রেম চিলেকোঠায় 
রেখেছিলাম 
সেই রাতে 
একটা উড়োচিঠি পেয়েছিলাম !
খাম খুলেছি 
খামে ছিল শুন্যতা 
চোখের কোণে সেদিন তুমি ভেসেছিলে !-২৮.০৪.২০১৫

মধ্যবিত্ত এনাটমি .....

মধ্যবিত্ত এনাটমি 
তোমার পায় ভালোবাসা
আমার পায় বমি !
রাত বাড়ে পালা দিয়ে 
যৌনতা নামে 
মৌনতার মুখে কামনার হিসি 
কবি হাসে খি খি !-২৮.০৪.২০১৫

প্রেমের মৃত্যু হয়না?

মানুষ মারলে 
মানুষ খুনি হয় 
ভ্রুণ মারলে কি 
প্রেমের মৃত্যু হয়না?-২৮.০৪.২০১৫

উক্তি ....২০১৬

কিন্তু কি জানো ,মনের তৃষ্ণা অনেক গভীর ;শরীর টা পাত কুয়ো !-২৫.০৭.২০১৬

দিগন্ত ছাড়া আকাশ হয়না !-১৫.০৭.২০১৬

‪#‎Masterpeice‬
যে মা এর ছেলে মেয়ে নেই সে মাটির গোপাল কোলে নিয়ে মাতৃ সুখ অনুভব করে... সবাই সুখ চোর গো... কিছু মিথ্যে সুখ পাবার আশায় বেঁচে আছে !-Ananya Chakraborty

ওরা নিরীহ যারা সময় কে সঞ্চয়ের অজুহাতে জমিয়ে রাখে !-১২.০৭.২০১৬

সম্পর্ক নাম চায় না ........
সম্পর্ক একটা অনুভুতি যা দুটো মানুষ কে কাছে আসার অজুহাত দেয় ! -Ananya Chakraborty

ভালোবাসা সফল তখনই;যখন তা অপরিনামদর্শী !-২৩.০২.২০১৬

যে নিজের জীবনে দাসত্ব একবার প্রত্যক্ষ করেছে ;সে কোনোদিন অন্য কাউকে সে অবস্থায় দেখতে পারে না !

একটা সুপ্ত বাসনা থেকে থাকে ;তবে তা সাময়িক হওয়াই বাঞ্চনীয় !-২৩.০২.২০১৬

‪#‎Intellect_mine‬
যে প্রেমে পাওয়ার আশা থাকে ;তা প্রেম নয় নেশা !-Ananya Chakraborty

মানুষ মানুষ কে যা দেয় ; তা স্মৃতি !-১৬.০৩.২০১৬

যারা তোমার নিঃসঙ্গ'তা বুঝবে;জেনো তারাই তোমার প্রিয়!-২৯.০৬.২০১৬

‪#‎Loyalty‬,‪#‎Altitude‬
কাউকে পাওয়ার পর যখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখা'র প্রয়োজন বোধ হয়না ;সেটাই আমার কাছে লয়াল্টি !-Ananya Chakraborty

মানুষ ভালোবাসা'র মানুষ কে ভুল বোঝে অবহেলা করে ;কিন্তু যাকে শ্রদ্ধা করে তাকে সে কিছুতেই মুছে ফেলতে পারে না !-২৯.০৬.২০১৬

জীবন ......

চার দেওয়ালে বদ্ধ জীবন 
খোলা আকাশে মুক্ত জীবন !
যুদ্ধ জীবন মৃত্যু জীবন 
জড়া জীবন স্মৃতি জীবন !
টুকরো মুহুর্তে আনকোরা বেঁচে থাকা 
বুকের ভাজে স্বপ্ন চেপে রাখা !
প্রতি মুহুর্তে পথে জীবন 
পথের ধুলোয় নোংরা জীবন !
ঝ চক চক আদিখ্যেতা
নোনতা মিষ্টি অভিজ্ঞাতা !
রোলস রয়েসে সময় জীবন
টানা রিকশা চরা জীবন !
সিগারেটের ধোঁয়ায় জীবন
রেড ওয়াইন-এ চুমুক জীবন !
তোমাকে খোঁজা তোমাতে ঘুরে
না পেয়ে মরা জীবন !
দিন প্রতিদিন
নিত্য নিয়মিত !
স্বপ্ন দেখা আবারও দেখা
দেখতে থাকার নাম'ই জীবন !-২৫.০৪.২০১৫