Friday, 8 May 2015

কিসের অহম পুষি ......

কিসের অহম পুষি
বৃত্তের শেষ
খুঁজি
বেঁধেছ যে
বন্ধনে
মুক্তি
তোমাতে
প্রনতি
তোমারে
যে সুধা
দিয়েছো প্রাণে
সে ঋণ
অক্ষম শোধনে !
জেনো প্রনাম
নতজানু
নতশিরে !-০৯.০৫.২০১৫

No comments: