Tuesday, 12 May 2015

মেঘ কে আকাশ....

প্রিয় মেঘ ,

কথা দিয়েছিলাম তাই এই বোশেখের বেলায় স্মৃতিচারণ !কাল ঋতু দা'র শারদ "উত্সব" দেখতে দেখতে কোথায় যেন নিজের জীবনের প্রতিফলন পাচ্ছিলাম !সেই থেকেই মনে হলো সত্যি তো সম্পর্কের দুরত্ব ও ভৌগলিক দুরত্ব তো এক নয় !

এই ধরো না তুমি আমি নির্জন দুপুরে কে কোথায় ,তোমার ভালো লাগে দুপুর আমি খুঁজি রাত !আমার খ্হত গুলো যে গভীর তা তোমায় জানতে দিতে চাইনা বলেই হয়তো !

যাক সে কথায় কাজ নেই,তোমার উত্তরের অপেক্ষা রইলো !

একান্তই তোমার ,
আকাশ
রচনাকাল -১৩.০৫.২০১৫

No comments: