Tuesday, 12 May 2015

বাঁধ ভাঙ্গে...

রাতারাতি
কিছু বদলে যায় না
ইতিহাস লেখা হয়
রাতের পর রাত জুড়ে
গভীর এক খাদ
অনন্তের মূর্ত প্রতীক
অসমতল মালভূমি
জীবনের উত্থান পতন
মাঝে যেটুকু
সমতল
তাই নিয়ে ইতিহাস
রচিত আবারও রচিত
প্রতিদিন
অন্য নামে
বর্ষা নামে
বাঁধ ভাঙ্গে......!-১৩.০৫.২০১৫ 

No comments: