তুই আমাকে ভালোবাসিস না
বাসী তো
নাহ তুই বাসিস না !
ভুল বুঝিস কেন তুই আমায়
ভুল বুঝি আমি ?
নাহ ভুল আমার
আমি মেনে নিচ্ছি !
কি মেনে নিচ্ছিস রে
রাখ তোর্ ন্যাকামি !
আমি চাঁদ দেখেছি
আয় তোকে
আকাশ দেখাই !-২৮.০৪.২০১৫
বাসী তো
নাহ তুই বাসিস না !
ভুল বুঝিস কেন তুই আমায়
ভুল বুঝি আমি ?
নাহ ভুল আমার
আমি মেনে নিচ্ছি !
কি মেনে নিচ্ছিস রে
রাখ তোর্ ন্যাকামি !
আমি চাঁদ দেখেছি
আয় তোকে
আকাশ দেখাই !-২৮.০৪.২০১৫
No comments:
Post a Comment