তুই বুঝতে চাসনি
আমি ভালোবাসা কে
জন্মান্ধ করে দিয়েছি !
তুই জানতে চাসনি
ভালোবাসা কে
অন্ধ ঘরে বন্দী করে দিয়েছি !
তুই শুনতে চাসনি
"আমি তোকে ভালোবাসি"
বোবা ভালোবাসা ডুকরে কেঁদেছে
প্রতি'টি রাতে !
ছায়া মাড়িয়ে তুই দেখতে আসিস'নি
বুক ফাটা যন্ত্রণা মিলিয়ে গেছে শুন্যে !
তবুও বলি
কোনদিন যেন তুই বলিসনা
তোর্ কেউ নেই
কবি'রা অমর্ত্য সে তোদেরই দান !-১৩.০৫.২০১৫
আমি ভালোবাসা কে
জন্মান্ধ করে দিয়েছি !
তুই জানতে চাসনি
ভালোবাসা কে
অন্ধ ঘরে বন্দী করে দিয়েছি !
তুই শুনতে চাসনি
"আমি তোকে ভালোবাসি"
বোবা ভালোবাসা ডুকরে কেঁদেছে
প্রতি'টি রাতে !
ছায়া মাড়িয়ে তুই দেখতে আসিস'নি
বুক ফাটা যন্ত্রণা মিলিয়ে গেছে শুন্যে !
তবুও বলি
কোনদিন যেন তুই বলিসনা
তোর্ কেউ নেই
কবি'রা অমর্ত্য সে তোদেরই দান !-১৩.০৫.২০১৫
No comments:
Post a Comment