আমি যখন পথ চলি
মনে থাকেনা
আমি কবি
তখন তো জনতা !
ভাসতে হয় স্রোতের কুলে
আঁধারে তো সবটাই উজান
খোদার কসম জান
আমি ভালোবেসেছি তোমায় !-০২.০৫.২০১৫
মনে থাকেনা
আমি কবি
তখন তো জনতা !
ভাসতে হয় স্রোতের কুলে
আঁধারে তো সবটাই উজান
খোদার কসম জান
আমি ভালোবেসেছি তোমায় !-০২.০৫.২০১৫
No comments:
Post a Comment