Friday, 8 May 2015

তুলি ও রামধনু মুখোমুখি ...

তুই জানিস আমি তোকে ভালোবাসি
ভালোবাসিস না ছাই
মানে এটা কি হলো !
চুল্কাস না যা এমনি খুব গরম
ছি ছি ! !
কি সব ভাষা
কেন রে
তুই বুঝি বর্ণপরিচয় পড়িস'নি !
কি হয়েছে বোল তো
কনসিভ করেছি
তুই বাপ হবি না ?
ওরে মা খেমা দে
খেমা শালা তোমার অন্য মেয়েদের দিয়ে সময় থাকেনা
এখানে এসে কাব্য করা হয় !
কি মুশকিল
কি হয়েছে তা বলবি তো...
কেন রে বাপ হবি শুনে আনন্দ হলো না
নিজের বাপের হদিস আজও পেলাম না !
মানে......?
কিছু না !
তুই বলবি
থাক না ওসব কথা
না থাক নয় বল আমাকে !
না মানে এতদিন তোকে বলা'র সাহস হয়নি
তা আজ যখন সাহস করেছিস ঝেড়ে না হয় কাষ !
তবে শোন আমি জানিনা আমার আসল বাবা কে
তো তাতে প্রবলেমটা কোথায় ?
মানে
মাথাটা কি শেষ পর্যন্ত ও এল এক্ষ () করলি !
আমার নয় তোর্ টা !
দেখ আমার কিন্তু ভালো লাগছে না
তাইতো বলছি কনসিভ করবো
দে না !
মানে ......?
তুমি ঢেমনা কিচ্ছু বোঝোনা
এসব কি
আলো নেভাচ্চিস কেন
আজ তোকে বাপ বানাবো
ভুলে যা সব ! -০৮.০৫.২০১৫


No comments: