চার দেওয়ালে বদ্ধ জীবন
খোলা আকাশে মুক্ত জীবন !
যুদ্ধ জীবন মৃত্যু জীবন
জড়া জীবন স্মৃতি জীবন !
টুকরো মুহুর্তে আনকোরা বেঁচে থাকা
বুকের ভাজে স্বপ্ন চেপে রাখা !
প্রতি মুহুর্তে পথে জীবন
পথের ধুলোয় নোংরা জীবন !
ঝ চক চক আদিখ্যেতা
নোনতা মিষ্টি অভিজ্ঞাতা !
রোলস রয়েসে সময় জীবন
টানা রিকশা চরা জীবন !
সিগারেটের ধোঁয়ায় জীবন
রেড ওয়াইন-এ চুমুক জীবন !
তোমাকে খোঁজা তোমাতে ঘুরে
না পেয়ে মরা জীবন !
দিন প্রতিদিন
নিত্য নিয়মিত !
স্বপ্ন দেখা আবারও দেখা
দেখতে থাকার নাম'ই জীবন !-২৫.০৪.২০১৫
খোলা আকাশে মুক্ত জীবন !
যুদ্ধ জীবন মৃত্যু জীবন
জড়া জীবন স্মৃতি জীবন !
টুকরো মুহুর্তে আনকোরা বেঁচে থাকা
বুকের ভাজে স্বপ্ন চেপে রাখা !
প্রতি মুহুর্তে পথে জীবন
পথের ধুলোয় নোংরা জীবন !
ঝ চক চক আদিখ্যেতা
নোনতা মিষ্টি অভিজ্ঞাতা !
রোলস রয়েসে সময় জীবন
টানা রিকশা চরা জীবন !
সিগারেটের ধোঁয়ায় জীবন
রেড ওয়াইন-এ চুমুক জীবন !
তোমাকে খোঁজা তোমাতে ঘুরে
না পেয়ে মরা জীবন !
দিন প্রতিদিন
নিত্য নিয়মিত !
স্বপ্ন দেখা আবারও দেখা
দেখতে থাকার নাম'ই জীবন !-২৫.০৪.২০১৫
No comments:
Post a Comment