Friday, 8 May 2015

সব চরিত্র কাল্পনিক ?

উপস্থাপনায় বলতেই হয়
সব চরিত্র কাল্পনিক !
তবে এই ১০-৭ টা'র জীবনটা
আকাঙ্খিত ততটা নয়
যতটা কিনা
নদীর নিশ্চুপ বয়ে যাওয়া
ভুলে যাওয়া
সমস্ত ক্লান্তি
বিসর্জন সব দুঃস্বপ্ন !
কিন্তু মোহনায় আবার এসে দেখা
সেই চেনা মুখ
অচেনা নয় আবেগ গুলোও
তবুও কেন বলতে হয়
সব চরিত্র কাল্পনিক ?-০৮.০৫.২০১৫

No comments: