Saturday, 23 May 2015

প্রিয় মেঘ ,


প্রিয় মেঘ ,

রাতের কথা ইচ্ছে শোনেনি
রাত তাই বোবা হয়ে গেছে
চুপটি তার ভাঙ্গলো সেদিন জ্যোত্স্না
চাঁদ নাকি তাতে বাধা দেয়নি
সাগর সেদিন আকাশ কে কানে কানে জানিয়েছিলো
সৃষ্টির আবর্তে একদিন নাকি চাঁদ রাতের ঋণী ছিল
সেই ঋণ সে শোধ করেছে
তাইতো জ্যোত্স্না নদীর বুকে রাতের কানে
ঘুমপাড়ানি গেয়ে চলে !
সে গানের সুর নাকি রবি'র দেওয়া
সে গান কি তা জানো
"ও গো দুখ জাগানিয়া...."
আচ্ছা,রাত কি কেবলি দুঃখ দেয়
আমি তোমাকে পেয়েছি
তবে কি
তুমিও আমায় ছেড়ে যাবে কোনদিন
তোমার উত্তরের অপেক্ষা রইলো !

ইতি ;
রুপকথা  

No comments: