একটা সমুদ্র দেখলে নাকি
জীবন ধন্য হয়
সে নাকি মুছে দিতে পারে
সমস্ত পিপাসা
আমি তোমার বুকে
আকাশ দেখেছি
তাতে পাখি উড়ে
বৃষ্টি নামে
মেঘ করে
রামধনু ধরা দেয়
আমি দেখতে পাই
মাথা রেখে ঘুমাই
সে আকাশে
চোখ বুজলেও
সেখানে অন্ধকার নেই !-২৯.০৫.২০১৫
জীবন ধন্য হয়
সে নাকি মুছে দিতে পারে
সমস্ত পিপাসা
আমি তোমার বুকে
আকাশ দেখেছি
তাতে পাখি উড়ে
বৃষ্টি নামে
মেঘ করে
রামধনু ধরা দেয়
আমি দেখতে পাই
মাথা রেখে ঘুমাই
সে আকাশে
চোখ বুজলেও
সেখানে অন্ধকার নেই !-২৯.০৫.২০১৫
No comments:
Post a Comment