Tuesday, 1 July 2014

স্বপ্নের আকাশে

তুই মুক্ত কর 
আমি পূর্ণতা দেবো
দেখ চেয়ে আকাশ কেমন সীমাহীন 
তাইতো দিগন্ত তার প্রহরী !
তাকে ঘিরে কত স্বপ্নেরা রাত জাগে 
তুইও পারবি 
আমার বিশ্বাস 
দে না 
একবার নিজেকে
মুক্তি দে !
চিরতরে কেউ আপন হয় না রে 
পাগলি !
তবুও তো মানুষ 
আশায় বুক বাঁধে রে !
তুইও না হয় বাঁধলি
কি রে 
কথা শুনবি তো
আজ স্বপ্ন দেখবি তো .......!!!-০১.০৭.২০১৪

No comments: