তুমিই পারো
না অনন্য কেউ নয়
সে কেবল তুমি
সাগরে ঢেউ ওঠে
তাতে কি
পাখিদের কলতানে
সকাল আসে
কিচ্ছু এসে যায় না !
আমার তাতে কিছুই
এসে যায় না -
এ সবই নিত্য
প্রকৃতির মাপা সব ছক !
আমি আকাশ দেখি
রামধনু ওঠে
বৃষ্টির পর আকছার !
আমার তাতে কি
আমার কিছুই এসে যায় না !
আমার সৃষ্টি সুখ তোমায় ঘিরে
তোমায় ছাড়া আমি কিছুই চাই না !
চাই কেবল তোমায় আকড়ে রাখতে
চাই কেবল কোমল ও কঠিন কে একাকার করতে !
কোষ চাই না
চাই ভাটফুল এর আস্বাদ
চাই তোমাকে !-০৭.০৭.২০১৪
না অনন্য কেউ নয়
সে কেবল তুমি
সাগরে ঢেউ ওঠে
তাতে কি
পাখিদের কলতানে
সকাল আসে
কিচ্ছু এসে যায় না !
আমার তাতে কিছুই
এসে যায় না -
এ সবই নিত্য
প্রকৃতির মাপা সব ছক !
আমি আকাশ দেখি
রামধনু ওঠে
বৃষ্টির পর আকছার !
আমার তাতে কি
আমার কিছুই এসে যায় না !
আমার সৃষ্টি সুখ তোমায় ঘিরে
তোমায় ছাড়া আমি কিছুই চাই না !
চাই কেবল তোমায় আকড়ে রাখতে
চাই কেবল কোমল ও কঠিন কে একাকার করতে !
কোষ চাই না
চাই ভাটফুল এর আস্বাদ
চাই তোমাকে !-০৭.০৭.২০১৪
No comments:
Post a Comment