Wednesday, 23 July 2014

~~~~~তৃষ্ণা অধীন

কীয়প্যাড এ আঙ্গুল
সোশ্যাল নেটওয়ার্কিং এ খুঁজি আপন !
বড় ব্যস্ত এ জীবন
নিশ্বাস যে নিই
তাই বা কম কিসে !
চোখ নয় চিল
যা দেখি সব-ই ভাগাড় !
এ খিদে অন্তহীন
এ জীবন তৃষ্ণা অধীন !-২২.০৭.২০১৪ 

No comments: