Tuesday, 15 July 2014

স্রষ্টা ও সৃষ্টি-----মুখোমুখি

অনেক ভেঙ্গেছি
গড়েছি কম নয়
ভাঙ্গা সহজ
বীর্য পতনের শেষেই
লুকিয়ে সৃষ্টি রহস্য !
পদ্মের পূর্ণতা
জল ধরে'না
পদ্ম পাতায়
তবুও স্রষ্টা নিরলস .......!
কে বলতে পারে
একদিন যদি হয় এমন
স্রষ্টা ও সৃষ্টি হয় মুখোমুখি !-১৫.০৭.২০১৪

No comments: