Tuesday, 1 July 2014

যাওয়ার আগে ........

দে
আমার বুকে মাথাটা রাখ
খুব শক্ত না রে
আগে যদি জানতাম
তুই আমার !
আমিও বেশ যত্ন করে রাখতাম
নিজেকে !
সেই তুই এলি
কিন্তু বলে রাখি
আবদার যেন কিছু রাখিস না !
না না ..
ভুল বুঝিস না যেন !
বাঁচতে আমি চাইনা
আসলে !

সে কি
তোর্ চোখে জল কেন ?
আসলে কি জানিস -
সময়ের সাথে জীবন কে অনেকটাই আপন করে ফেলেছিলাম !

আর জীবন কি কারও আপন হয়
তুই বোলতো ?
যাক তুই এসেছিস বেশ ভালো লাগছে
কিন্তু আর নয় -
এবার আমায় যেতে হবে !
দেখ তুই কি দেখতে পাচ্ছিস না
ওই যে দুরে আলোর ছটা
আমি বেশ দেখতে পাচ্ছি
আমায় হাতছানি দিয়ে ডাকছে !
এবার আমায় যেতে হবে
জানিস
তুই কিন্তু ভালো থাকিস

আমি চোখ দুটো বুজলে
একটু মাথায় হাত রাখিস
আসি ...............................!!!-০১.০৭.২০১৪

No comments: