তোমায় নিরাভরণ দেখতে চাই
তোমার কপালে সিঁদুর টেনে
তোমার মেঘে বিদ্যুত হতে চাই !
তোমায় নিরাভরণ দেখতে চাই
তোমার অবগাহনে উন্মুক্ত কাননে
আমি সোনার হরিন হতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
অতলান্তিকের প্রশান্তি
মারিয়ানার গভীরতা তোমাতে পেতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
শেষ হয়েও যা হয়না শেষ
সে অব্যক্ত -অনুক্ত -অপরিমিত সুখ পেতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
কুমোরটুলির প্রানহীন প্রতিমা নয়
সজীব -সতেজ -জ্যোত্স্নালোকে
প্লাবিত রূপের রক্তিমা দেখতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
ক্লান্ত দু'চোখ
প্রাণহীন চেয়ে থাকে
তোমায় তারা নিরাভরণ দেখতে চায় ........................!-২৪.০৭.২০১৪
তোমার কপালে সিঁদুর টেনে
তোমার মেঘে বিদ্যুত হতে চাই !
তোমায় নিরাভরণ দেখতে চাই
তোমার অবগাহনে উন্মুক্ত কাননে
আমি সোনার হরিন হতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
অতলান্তিকের প্রশান্তি
মারিয়ানার গভীরতা তোমাতে পেতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
শেষ হয়েও যা হয়না শেষ
সে অব্যক্ত -অনুক্ত -অপরিমিত সুখ পেতে চাই
তোমায় নিরাভরণ দেখতে চাই !
কুমোরটুলির প্রানহীন প্রতিমা নয়
সজীব -সতেজ -জ্যোত্স্নালোকে
প্লাবিত রূপের রক্তিমা দেখতে চাই
তোমায় আমি নিরাভরণ দেখতে চাই !
ক্লান্ত দু'চোখ
প্রাণহীন চেয়ে থাকে
তোমায় তারা নিরাভরণ দেখতে চায় ........................!-২৪.০৭.২০১৪
No comments:
Post a Comment