ভাইপো'টা বোধ হয় এতদিনে
বেশ খানিকটা বড়ো হয়েছে।
মা আজও রাতে
খোলা আকাশের নীচে
একলা বসে থাকে !
বাবা যথারীতি নিখোঁজ
ভাইটাও কতো বড় হয়ে গেছে।
প্রায় দু'বছর হলো
দাদা'র সাথে কথা নেই ;
দিন ফুরোলে রাত নামে
সঙ্গে স্মৃতিদের লজ্জা !-২৯.০৭.২০১৪
বেশ খানিকটা বড়ো হয়েছে।
মা আজও রাতে
খোলা আকাশের নীচে
একলা বসে থাকে !
বাবা যথারীতি নিখোঁজ
ভাইটাও কতো বড় হয়ে গেছে।
প্রায় দু'বছর হলো
দাদা'র সাথে কথা নেই ;
দিন ফুরোলে রাত নামে
সঙ্গে স্মৃতিদের লজ্জা !-২৯.০৭.২০১৪
No comments:
Post a Comment