তুমি এসেছো
এই তো দেখো
আমি হাসছি !
এসো না কেন
একটা রামধনু আঁকি
তুমি ততক্ষণ
একটু মেঘেদের ডাক পাঠাও !
আমি না হয়
একটু ঘাসের বিছানায়
নদী দিয়ে একটা পালঙ্ক তৈরী করি !
কি গো কই গেলে
ওই তো তোমার লুকোচুরি খেলা !
আমি কিন্তু দেখতে পাচ্ছি
তুমি ওই ঝরনার আড়ালে
কৃষ্ণচূড়া'র তলে !
ফাঁকি দিলে হবে না
এসো বলছি !
চডুইভাতি-র জম্পেশ আয়োজন
আজ রেহাই নেই
আজ শুধু সারাদিন খেলা !
জীবনের রুক্ষতা আজ না হয়
তোলা থাক হিসেবের খাতায় !
রাঙিয়ে দি এসো
জীবন
এভাবেই থেকো
তুমি ফিরে ফিরে এসো......-০৮.০৭.২০১৪
এই তো দেখো
আমি হাসছি !
এসো না কেন
একটা রামধনু আঁকি
তুমি ততক্ষণ
একটু মেঘেদের ডাক পাঠাও !
আমি না হয়
একটু ঘাসের বিছানায়
নদী দিয়ে একটা পালঙ্ক তৈরী করি !
কি গো কই গেলে
ওই তো তোমার লুকোচুরি খেলা !
আমি কিন্তু দেখতে পাচ্ছি
তুমি ওই ঝরনার আড়ালে
কৃষ্ণচূড়া'র তলে !
ফাঁকি দিলে হবে না
এসো বলছি !
চডুইভাতি-র জম্পেশ আয়োজন
আজ রেহাই নেই
আজ শুধু সারাদিন খেলা !
জীবনের রুক্ষতা আজ না হয়
তোলা থাক হিসেবের খাতায় !
রাঙিয়ে দি এসো
জীবন
এভাবেই থেকো
তুমি ফিরে ফিরে এসো......-০৮.০৭.২০১৪
No comments:
Post a Comment