Friday, 25 July 2014

ত্রিশাহারা

আজ যদি বন্য হই 
আদিম হবে !
আজ যদি বিদ্যুত হই
মেঘ হবে !
পারতপক্ষে নিতান্তই 
যদি সাজি পথ 
দিগন্ত হয়েও 
আমি সাগর হয়ে তোমার তৃষ্ণা মেটাবো!-২৫.০৭.২১০৪

No comments: