আমার ১ টা স্বপ্ন
তোমার চোখে আটকা
আমার সেই কাটা ঘুড়ি-টা
তোমার ছাদ পেরিয়ে দিশেহারা !
আজও নিরুদ্দেশ
আমার চোখে দেখো
এ কি তোমার চোখে জল
জল নয়
"তোমার হারিয়ে যাওয়া স্বপ্ন" !-১৪.০৭.২০১৪
তোমার চোখে আটকা
আমার সেই কাটা ঘুড়ি-টা
তোমার ছাদ পেরিয়ে দিশেহারা !
আজও নিরুদ্দেশ
আমার চোখে দেখো
এ কি তোমার চোখে জল
জল নয়
"তোমার হারিয়ে যাওয়া স্বপ্ন" !-১৪.০৭.২০১৪
No comments:
Post a Comment