Thursday, 17 July 2014

আমায় আগুন দাও ........

আমায় আগুন দাও 
উত্তাপ নয় 
আগুন !
উত্তাপের ভাষা 
থাক পঞ্চপ্রদীপে আটক !
আগুন নামুক 
বর্ষণ মুখর এই সন্ধ্যার আঙ্গিনায় !
স্পর্শে জ্বালো আশ্চর্য প্রদীপ 
আমি নেভাই আজ আলো 
আলিঙ্গনে প্রজ্বলিত হোক দাবানল !---১৭.০৭.২০১৪

No comments: