Saturday, 19 July 2014

নারী অদ্বিতিয়া.........

তুমি সত্যের দ্রৌপদী
কলি'র বেশ্যা
অগ্নিপরীক্ষায় শোধন খোঁজো
এ তুমি কেমন সীতা !
তুমি কলঙ্কিনী রাধা
কৃষ্ণ প্রেমে বৈরাগিনি
কখনও বা মীরা !
তবুও
কবি'র কলমে
যুগ কাল নির্বিশেষে
মুক্ত বাতাস তুমি
ভাঙ্গনের ইতিহাস তুমি
প্রানের শিখা তুমি
যৌবনের দ্যুতি তুমি
অনন্যা তুমি
নারী অদ্বিতিয়া !-১৯.০৭.২০১৪

No comments: