পড়েছি ভীষণ দোটানা
আমি আদিম তুমি অধুনা !
যুগে যুগে
করে রেখেছি সতী !
আজি চক্ষু চরক
এ কি গতি !
তাইতো ব্রাম্হাস্ত্র
করেছি ধারণ !
মৈথুনে প্লাবিত
অবলা সময় !
আর্তনাদ হাহাকার
কেউ নেই আজ শোনার !
সুখের প্লাবনে
ক্ষুধার রাজ্যে নির্বাক
কবি
নতমস্তক !!!!!!!!!!!!!!!-০৮.০৭.২০১৪
No comments:
Post a Comment