Wednesday, 30 July 2014

~~~"তাপস "~~~

কিছু মানুষ
অন্য রকম
যারা আপন কেও
ঠিক আপন মেনে নেয় না !
যারা পর কেও আপন
করতে পারে না !
তারা
"তাপস "
তারা সত্যি অন্য রকম !
তবুও তারা সৃষ্টির অঙ্গ
তাদের ভুল বুঝো না
ও'রা নিরীহ
আশ্রয় চায়
নিরিবিলি জুড়ে তাদের জীবন !
ওপরওয়ালার  ও কি
তবে ভুল হয়
কে বিচার করতে পারে !-৩০.০৭.২০১৪

No comments: