Monday, 30 June 2014

~ নাড়ী-র টান ~

নাড়ী তো একবারই ছেড়া হয়
দু'বার নয় !-৩০.০৬.২০১৪ 

~ বিবর্ণ সুখ ~

তুমি নেই
কিন্তু সুখ আছে
এ সুখ একাকিত্বের
এ সুখ স্বপ্ন বিলাসিতার
এ সুখ ভোগ হীনতার
এ সুখ ঐশ্বরিক
এ সুখ বিবর্ণ !-৩০.০৬.২০১৪

কবি ও রাত - ৩



চোখে ঘুম নেই
কেন গো ?
ও' কে মনে পড়ে আজও
বেশ তো -
ফিরে যাও !
সে কি করে হয়
কেন হয়না ?
কাটা ঘুড়ি কি
দমকা বাতাসে প্রান পায় না !
না ;তা ঠিক নয়
তবে কি -
জীবনের আশা
" ঘর ভেঙ্গে ঘর গড়া যায়না "
যা তুমি ভালো বোঝো
তোমায় পেতে চাই শুধু
এসো ....... !-৩০.০৬.২০১৪

কবি ও রাত - ২



তুমি না পারো !
কি আর করা ;পারতেই হয় !
হেসো না !
বুদ্ধিজীবিদের তাইতো জীবিকা
তোমায় নিয়ে আর পারা গেলো না !
থাক না ;কিছুটা বেহিসাবী ......
চাইলেই কি সব হিসাব মেলানো যায় !-৩০.০৬.২০১৪

~ ত্রিকোণ ~

অরুন কে বোলো
আজ উষা বাড়ি নেই
মেঘের সাথে আজ ও'র লুকোচুরি খেলা !
তবে গোধুলি হতে
সে ফিরবে নিশ্চিত
উষা যে আজও অরুনের !
জ্যোত্স্না গত ক'দিন
বাড়ি ফেরেনি
অরুন যেন তার খোঁজ নেয় !
শশী কে বলা ছিল
সে যে প্রেমে অন্ধ
কি আর করে !
আমি কাল
অনন্তের প্রহরী !-৩০.০৬.২০১৪

~ নীল্ ছবি ~

তুমি কি ছবি ভালোবাসো
যে ছবি নির্বাক !
চরম বেদনাতেও যে নিরুত্তর
আবেগ তারও আছে
প্রকাশ নেই কেবল !
জগদীশ বাবু যে
প্রমান দিয়েছেন
প্রত্যুত্তর ছাড়াও প্রেম হয় !  - ৩০.০৬.২০১৪

সভ্যতা

একটা সুতো
তার নাম সম্পর্ক !
একটা সময়
যার নাম ভালোবাসা !
একটা সভ্যতা
যাকে বলি জীবন !-৩০.০৬.২০১৪

------তুমি আর -----------আমি

স্বপ্নে এসো
বাসর সাজাবো
শুধু
------তুমি
আর
-----------আমি !-৩০.০৬.২০১৪

অবেলা..

ও'র মুখ ধুইয়ে দাও
বেলা হয়েছে !-২৭.০৬.২০১৪

Sunday, 29 June 2014

~ কবি ও রাত ~



যদি বলি
"কবি মুগ্ধ
কবিতা নির্বাক !"

তবে কি
বলা যায়
"এই
কবিও প্রেমে
পড়েছে !"

শুধু
বলি
"কবি-র মন বানজারা !"-২৯.০৬.২০১৪

Saturday, 28 June 2014

অকাল প্রয়ান

শৈশবের মূল্যে যৌবন পেয়েছি

অকালে হয়েছি দার্শনিক !-২৮.০৬.২০১৪

Friday, 27 June 2014

~ জীবন অসুন্দর ~

আতস্কাচের উপর থেকে নয়
নিচে থেকে
জীবনটা মোটেই সুন্দর নয় !-২৭.০৬.২০১৪

আপন-পর

খুব অসহায় যারা
আপন কে পর করে !-২৭.০৬.২০১৪

পাগল কবিতা

শব্দেরা নিখোঁজ
কবিতা'রা পাগল পাগল !-২৭.০৬.২০১৪

ধ্রুবতারা জানে.......

ধ্রুবতারা জানে
জ্যোত্স্নাও চিরদিন চাঁদের নয় !-২৭.০৬.২০১৪

অনুরাগের ছোঁয়া .......

অনুরাগের ছোঁয়া .......

পেলবে হতে পারি উন্মাদ
তীরে এসেও তো তরী ডোবে !-২৭.০৬.২০১৪

Thursday, 26 June 2014

শুভময় তোকে ,

শুভময় তোকে ,


আজ প্রায় বা বলি কমপক্ষে ৬ বছর পর ;তোর্ সাথে কথা বলে মনে হলো -
সময় টা বিশেষ এগোয়নি ;আমরাই বোধ হয় ঘড়ি না দেখে সময় কিনতে চলেছি !--২৬.০৬.২০১৪

" সীমানা "-" পরিধি "-" কেন্দ্র "-" তুমি "

গভীরের কোনো
 " সীমানা "
নেই
" পরিধি "-
না তাও নয় !
যা আছে
কেবল একটি
" কেন্দ্র "-
কেন্দ্রে
" তুমি " ! - ২৬.০৬.২০১৪

দিদি তোমাকে .......

If I try,I'll surely failure,a l'll tribute to the Pristine You,with profound regards of my ,am indebted to You as ever for your unconditional support all the time...........!
Your support is really priceless to me Didi...... U unconditionally...........
*************************************************************************************************
জানিনা
তুমি না থাকলে
ভালোবাসা জানতাম কিনা
জানিনা
তাতে পৃথিবীর
কক্ষপথ বদলে যেত কিনা
কিন্তু আমি জানি
আমার কবিতা জানে
সে কৃতজ্ঞ
সে ঋণী
তোমার পরশে পূর্ণ এ কবি !-২৬.০৬.২০১৪
-------------------------------------------------------------------------------------------------------------------------
Be kind as ever Didi......indebted to You to infinite only......!!!!!!
 — withSumitra Mukherjee.

ডায়েরি 'র পাতা থেকে .......

ডায়েরি 'র পাতা থেকে .......

একটা বিকেল আজ ও অধরা 
একটা পূর্নিমা জ্যোত্স্না ছাড়া। -২৬.০৬.২০১৪

চিরকুটে ----লেখা চিঠি ..........

চিরকুটে 
লেখা চিঠি 
***********
"তোকে ভালোবেসেছিলাম 
ভালো থাকবোনা বলেই তো" !!!-২৬.০৬.২০১৪
------------------------------------------------------------

আমি.....

আমি প্রাপ্তবয়স্ক হলে মুখ গুজে কাঁদি আমি কবি হলে প্রেমের কথা বলি !

```````কাল ও মহাকাল........

কাল রাতে
বোধ হয়
পৃথিবী -টা একপ্রস্থ
নিঃশ্বাস ফেলেছিল !
রাত তখন বেশ গভীর
আগ্নেয়গিরি যেমন
মুক্ত করে
দীর্ঘ অবদমিত লাভা
ঠিক তেমনি -
কোথাও একটা পাতা নড়েনি
তবু ঢেউ উঠেছিল !
একটা শীতল স্রোতে
প্লাবিত হয়েছিল অস্তিত্ব্য
আপামর সৃষ্টি
কাল ও মহাকাল মুখোমুখি !-২৬.০৬.২০১৪

মন ভাঙ্গা আয়না....

তোমার রুপকথা
ঘিরে বাঁচতে চেয়েছিলাম
তাই আজ আর
আয়নার সামনে যাইনা ! - ২৬.০৬.২০১৪

Wednesday, 25 June 2014

ঝরা পাতা

পাতা টা ঝড়েছিল
বহু আগে
রেশ তা যেন
কিছুতেই যাচ্ছিল না !-২৫.০৬.২০১৪ 

বাসনা \/?\/ভালোবাসা

টান-টা দুই মেরুর
নাম-টা ভালোবাসা
বাসনা কথাটা
বড্ড অসামাজিক !-২৫.০৬.২০১৪

Tuesday, 24 June 2014

"জীবনের আশা"

চোখের কোনে জল আসে
নিঃশ্বাস চায়
"জীবনের আশা"
আমি নিরূপায়
একদৃষ্টে
দেখি
"তোমার চোখে লাল" !-২৫.০৬.২০১৪

তুমি //\// কবিতা

তুমি শরীরের চাহিদা
কবিতা আত্মার !
তোমাকে পাশে চাই
কবিতা কে চাই প্রানে !
তুমি ভালো থেকো চিরদিন
কবিতা যেন থাকুক অসীমে !-২৪.০৬.২০১৪

~ শুন্য / ভগ্নাংশ ~

তোমায় যা বলা হয়নি
কবিতা হয়েছে
এত কথা
যে
লোকে আমায় কবি বলে !
আমি তো কবি হতে চাইনি
চেয়েছিলাম সংসারী  হতে
তোমার সম্মতির অপেক্ষায়
আজও অসহায় ভালোবাসা
সারা রাত এপাশ ওপাশ !
এলো মেলো করে গেলে সব হিসেব
তুমি " অনামিকা "হয়ে রইলে
সবাই আসে
পূর্ণতা-র খোঁজে
পায় কেবল
শুন্য !
আমি যে আজ ও
ভগ্নাংশ
এক মাত্র
তুমি নেই ! -২৪.০৬.২০১৪

তোমার পরশে....

খাজুরাহো দেখবো
তোমায় ছোঁব না
তা কি হয় .......!
তাই তো এলাম
দেখলাম
মুগ্ধ হলাম
তোমার পরশে....... !-২৪.০৬.২০১৪

Monday, 23 June 2014

শ্রেষ্ঠ .........

প্রেম বিরহ
চিতা শেষে ছাই
পৃথিবী টা গোল
জেনেও............!
মানুষ
তুমি যথার্থই
শ্রেষ্ঠ ..............!-২৪.০৬.২০১৪

বন্ধনী

বন্ধন চাওনি
চেয়েছো কেবল সুখ
সুখ অলীক
বন্ধন আজও বুঝিনি !-২৩.০৬.২০১৪ 

শর্তহীন ...........

কিছু সম্পর্ক 
শর্তহীন 
এবং তাই 
চিরন্তন 
যেমন 
তুমি -আমি !-২৩.০৬.২০১৪

তুমি স্বাধীন......

তবে তাই
আমি নেই
তবুও ভাবছি
ভাবছো তুমিও
চাইছো আরও কাছে
আমিও তাই
তবুও তো উপায় নেই
আমি নই
আমি নেই
বাইরে বৃষ্টি
চোখে জল
মনে তুমি
আমি ভাবছি
একান্তই তোমাকে
খুব রোদ
পথ চলেছি
আচমকা একটা আর্তনাদ
আমি নই
আমি নেই
আর নেই
তুমি স্বাধীন !-২০.০৬.২০১৪ 

অকর্মন্য ........

তুমি বর্তমান চেয়েছিলে
আমি
ইতিহাস
ভুলতে পারিনি
ক্ষমা চেয়ে
কি হবে .................!!!-২৩.০৬.২০১৪

Friday, 20 June 2014

জীবনের আশা

একটু গভীরতা চেয়েছিলাম 
চিরতরে নয় 
একটু আশ্রয়-এর আশা
জীবনের সীমিত পরিসরে !-২০.০৬.২০১৪

Wednesday, 18 June 2014

~ চাঁদের পাহাড় ~

আজ সময় যেন ভিসুভিয়াস
চাঁদের পাহাড়
মনে হয়
আর দূর নেই !-১৯.০৬.২০১৪

রাত পোহালে..........

তুমি সময়ের স্রোতে এসেছো
রাত পোহালে স্বপ্ন কি থাকে ?-১৮.০৬.২০১৪

যদি পারো.......

হারিয়ে যাওয়ার ছলে
একটু গভীরতা চাই
খুঁজে পেতে চাই
যদি পারো মুছে দিতে !-১৮.০৬.২০১৪

মুক্ত করো.......

মুক্ত করো
বদ্ধ প্রেমের দুয়ার 
মনের মনিকোঠা হতে 
আমার প্রেমের দালানে 
একটা চিলেকোঠা গড়েছি 
থাকবে এসো !
রংবাহারি ফুলে সাজিয়েছি 
তুমি আসবে বোলে !
খুলে ফেলো
অবগুন্ঠন 
এসো না কেন
গড়ে তুলি
স্বপ্নের বাসরে
প্রেমের মহল !-১৮.০৬.২০১৪

তোমার চোখে জল.......

রাগ করেছো......
কথা বোল্বেনা......
বেশ তো 
কাল তবে যেন দিন না আসে 
আজ রাত কেও মানা করে দিও 
চাই না এই স্বার্থপর জীবন !
যে জীবন তোমার সময়ের 
অনুগত নয় !
যে জীবন 
তোমার চোখে জল আনে ! - ১৮.০৬.২০১৪

নারী তোমাকে ............

আমাকে গভীরে ছোঁবে
সৃষ্টি করবো বলে নয়
স্বপ্ন আঁকবো !
তোমার চোখের পাতায়
আমি সাগর পেয়েছি
ডুব দেবো তাতে.........!
শুধু সাগরে ডুব দিয়ে ক্লান্ত হোবো না
আবিস্কার আমি আরও করেছি -
তোমার বুক
সে কি মরু-র চেয়ে কম কিছু !
প্রতিবার তার কথা ভেবেই তো আমি পথ হারাই
আকন্ঠ অমৃত নিয়েও যে আমার তৃষ্ণা ফুরোয় না !
তারপর ........
অসীম কে আবিস্কার-এর পালা
বরং বলি জয় করা অজেয় কে
জয় করা তোমাকে !
না আমি লালন নই
দমের খেলায় জিততে পারিনা
আমি
নিতান্তই চাতক
ভিজতে চাই অসীমে
ডুবতে চাই অনন্তে !
আঁকতে  চাই স্বপ্ন
আবিস্কার করতে চাই সত্য কে !
গান্ধী যদি পারে
কেন আমি নই ................................!-১৮.০৬.২০১৪ 

সময়..........

কীভাবে
মা বলেছিল
সময় এলে বুঝবি !
সময় এলো
বুঝলাম
সময়ের আগে কলম চলেনি
একদিন
কলম থামবে !-১৭.০৬.২০১৪

Tuesday, 17 June 2014

অবগাহন...........

ও অবগাহন চায়
তোমার উষ্ণ প্রস্রবনে !-১৭.০৬.২০১৪

বিদায় বেলায়..........

বিদায় বেলায় বোলো কেবল 
যেতে চাই 
শুধু বোলবো
"এসো"
পিছু ডাকবো না
তুমিও পিছু ফিরো না !-১৭.০৬.২০১৪

Sunday, 15 June 2014

আত্ম বিলাপ

আজ মানুষের কথা লিখবো
যে মানুষ আমি নিজে
সং সেজে আজ কবি হয়েছি
ভিক্ষাবৃত্তির অনীহা তাই
পুঁজিপতিদের ক্রীতদাস
কিন্তু,পারছি কই
আত্মসত্তা বিসর্জন দিয়ে কি বাঁচা যায়।
তার থেকে বরং লাশঘরে
লাওয়ারিশ লাশ হওয়া ভালো।
অদ্ভুত ঠেকছে  জানি
যেন নিশ্বাসটা আটকে আসছে
রক্তচাপ কমছে-বাড়ছে !
কিন্তু ,কি করা -
বাস্তব যে কেবলই কঠোর
জরায়ু থেকে নিস্ক্রমন ও
জীবনে পদার্পণ থেকে 
শেষ নিশ্বাস 
ছুটছি কেবল ছুটছি। 
কত পিছুটান
পথেই পড়ে রইলো। 
সম্পর্ক,সংসার ,জীবন ,মায়া 
সবার আগে ছুটছি। 
কি পাবো,যা পাবো
তা কি ধরে রাখতে পারবো !
কিন্তু,কি অদ্ভুত মায়া 
কিছুতেই যেন থামতে পারিনা 
ছুটে ছুটে যাই 
কেবলি ছুটে যাই। 
রোজ যে পথে চলি 
ফুটপাথ জুড়ে 
ও'রা বাঁচে 
কেন আমি পারিনা !
প্রশ্ন করি 
উত্তর আসে 
ওদের সভ্যতা নেই। 
মেনে নিতে পারি না 
যখন রাতে অনিদ্রা
আর আমি মুখোমুখি। 
বুঝে পাই না 
কি অজুহাত 
আজ রাত টুকু 
একটু ঘুমোতে চাই। 
অজানা এক অভিশাপ কিছুতেই 
দু'চোখের পাতা এক হয়না 
আবার ছুট 
নিরুদ্দেশের উদ্দ্যেশে। 
অন্তহীন -কেবলি ছুটি 
পথ মসৃন নয় 
ঝড়-ঝন্ঝা আসে ,বৃষ্টি নামে 
অন্ধকার হয় গভীরতর। 
একসময় আমি ক্লান্ত 
আর পারছি না। 
জ্ঞানশূন্য আমি 
হঠাতই চোখে আলো পড়ে
ঘুম ভাঙ্গে। 
হতবাক আমি ,বাকরুদ্ধ 
সামনে আয়না 
আমি স্থির !-১৩.০৬.২০১৪

নারী তোমাকে ..........

তুমি নিস্পাপ 
তোমার দু'চোখ 
আমায় বলেছে !
****************
তুমি সুন্দর 
তোমার ঠোঁটের 
পেলবে বুঝেছি !
****************
তুমি নারী 
তোমার বুকের 
গভীরতা বলেছে !
*****************
তুমি প্রকৃতি
তাই জয়
করতে পারিনি !
*****************- ১৩.০৬.২০১৪

Friday, 13 June 2014

জীবন রসায়ন

একটু জল
একটু আঁধার
একটা জীবন
রসায়ন !-১৩.০৬.২০১৪

~ ভূগোল ~

বই তে পড়ে যা বুঝিনি
তোমায় দেখে
তা বুঝেছি !
ভূগোল কেবল সরল নয়
তা সুন্দর !
এভারেস্ট এর উচ্চতা
সে তো রেটিনার অতীত !
তোমার বুক
আমার হাতের মুঠোয় !
মারিয়ানা তো গভীর
তোমার গহ্বর
অতল !
মেরু প্রদেশ
চির শীতল
তোমার নাভি
অগ্নিকুন্ড !
ভিসুভিয়াস খামোখা বদনাম
তোমার উষ্ণতায় আমার জিভ শুকিয়ে কাঠ !
এসো আজ মিলিত হোক
সুমেরু -কুমেরু ! -১১.০৬.২০১৩

Thursday, 12 June 2014

~ ব্যভিচার ~

তোকে আমি দেখতে চাই দেখেছি আগেও এ দেখা সে দেখা নয় এ হলো দর্শন দর্শন আত্মার অনন্ত ও অসীম মুখোমুখি !-১২.০৬.২০১৪

Wednesday, 11 June 2014

অনুরাগ অনন্ত কে .......

অনুরাগ অনন্ত কে .......

আমি তো সময়ের স্রোতে বয়ে আজ তোমার দুয়ারে
মেনে নেবে কি ?
------------------
ও কি কথা সই ;প্রেমের মূল্য কবে কে দিয়েছে !
বরং বলি পেরেছে দিতে সময় ব্যতিত অন্য কেউ ........
-------------------------------------
তবে বলো: আমায় ছেড়ে যাবে না
-----------------------------------------------------------
যদি বলি :তোমায় যেতে দেবো না !
---------
কিন্তু..........
----------------
কিন্তু কি সই
------------------------------
আমি যে ডুবতে চাই না ......
------------------------------------------
আমার বুকে এসো !-১১.০৬.২০১৪

~ খাজুরাহো দর্শন ~

তোমার
চোখের তারায়
মাঝ্দরিয়া !
তোমার
গোলাপী ঠোঁটে
কালশিটে !
তোমার
চিবুক জুড়ে
আল্পনা !
তোমার
বুকের খাঁজে
নিখোঁজ বেদুইন !
তোমার
দীর্ঘ: শ্বাস
আজও বুঝিনি !
তোমার
খাজুরাহো অপরূপ
তুমি অনন্যা !-১১.০৬.২০১৪

মা তোমাকে

মা তোমাকে ,

তোমার ভূগোলে
জড়িয়ে
আমার ইতিহাস !
তোমার নাড়ী
আমার শিকড় !-১১.০৬.২০১৪

Tuesday, 10 June 2014

~~~~ তুমি নারী ................

শাস্ত্রে বলে তুমি সতী
আমি বলি সত্য !
নগ্নতা -কে  দিয়েছো অর্থ
অপূর্ণতা  করেছো সম্পূর্ণ !
তুমি সত্য যদি নও
কি তবে -
তুমি একান্তই সুন্দর
তুমি একমাত্র সত্য !
মায়া ,ছলনা উপনাম
তবুও বলি -
তুমি শর্তহীন সত্য
তুমি নারী !-১০.০৬.২০১৪

~ শর্তহীন ~

ভালোবাসার শর্ত
ভালোবাসো অসীম
ভালোবাসা হোক শর্তহীন !
ভালোবাসার গভীরতা
ভালোবাসা অতল
ভালোবাসা হোক অসীম ! -১০.০৬.২০১৪

Saturday, 7 June 2014

ভালোবাসার জন্ম -২

তোমার এলানো চুল 
খেলে যায় আমার আঙ্গুল !
তোমার চন্দ্রবদন 
লজ্জার জ্যোত্স্নায় আপ্লুত !
তারপর.......
কবিতা হয় গভীরতর !
একাকার সমতল ও শিখর 
গভীরতা বাড়তে থাকে !
পেতে চাই অতল 
ডুব দি -
দিতেই থাকি
আলো -আঁধার মিশে যায়
জন্ম নেয় ভালোবাসা !-০৭.০৬.২০১৪

দিন -রাত

দিন কল্পনার আলেয়া
রাত স্বপ্নের বাসর !-০৭.০৬.২০১৪

পূর্ণতা পেতে .......

আমি আকাশ হলে
মেঘ হবে
আমি মেঘ হলে
শ্রাবণ হবে
আমি শ্রাবণ হলে
বর্ষাতি যেন হয়ো না
বরং তুমি
মেলে ধরো নিজেকে
পূর্ণতা পাবে !-০৭.০৬.২০১৪

কিভাবে .........

কিভাবে 
কিভাবে কি 
ওভাবে বলা যায় !
তবুও যদি বলো
তবে বলি 
অবগাহন !
কতটা 
যদি বলো
বলি অসীমে !-০৭.০৬.২০১৪

নেশা

আজ জানো
নেশা নেশা লাগছে
যেন সাগর
নদী কে চাইছে !-০৬.০৬.২০১৪

অধরা

প্রতি মুহুর্তে ভেঙ্গে গড়া
তবুও তো অধরা !-০৬.০৬.২০১৪

সাগর তোমাকে দিলাম.....

সাগর তো তোমারই
আমি না হয় বালুচর নিলাম !-০৬.০৬.২০১৪

তুলির হাতে......!!!!!

তুলির হাতে হাত রেখেছি 
মন এঁকেছি ক্যানভাসে
তবুও ছবি শেষ হয়নি 
শিল্পীর চোখ আজও ফোটেনি !-০৬.০৬.২০১৪

তোমাকে , ........আমি ......

তোমাকে ,

আমার কেন জানিনা
মনে হয়
তুমি
অন্যদের মতো নও
তোমায় পেয়ে
পূর্ণতা পাচ্ছি
দিন
প্রতিদিন !

আমি
-০৬.০৬.২০১৪

Friday, 6 June 2014

~ আমার তাজ ~

আজ আমার হাতে তুলি
তাই মন চাইছে 
আমিও একটা তাজমহল গড়ি !
না এ তাজ আগ্রার ইতিহাস হবে বলে নয়
বরং এ তাজ থাকবে স্মৃতি সুধায় ভরে !
এই যে আজকের এই একান্ত মুহূর্ত 
এসো না করে তুলি অবিস্মরনীয় !-০৬.০৬.২০১৪

Thursday, 5 June 2014

আমায় আগুন দেবে .........

আমায় আগুন দেবে
না
সে আগুন নয়
যে আগুন রয়েছে তোমার ভিসুভিয়াসে এ আটক
তোমার বিনুনি আমার তালু
খুলে ফেলো
আজ সভ্যতা দেখুক
সাক্ষাত আকাশ এর আলিঙ্গন
তোমার পিঠে আজ দক্ষযজ্ঞের আয়োজন
আজ মেরুদন্ড যাক মিশে আমার বুকে
জন্মান্তরের তৃষ্ণা পাবে আজ তার অভিষ্ঠ
তোমার নাভিমূলে একটা কাঁটা
রক্তাক্ত আমার লিঙ্গ
আজ কোনো বাধা মানবো না
আজ মুক্তি তোমার
আজ পূর্ণ আমি ! -০৫.০৬.২০১৪

জ্যোত্স্না শশী কে



তোমার বুড়ি জাল বোনে
আমি সমুদ্রে সাঁতার দি !-০৫.০৬.২০১৪

অচেনা প্রেম-২

যেদিন প্রথম 
শব্দের পর শব্দ 
গেন্থেচিলাম 
সেদিন বুঝেছিলাম 
ভালোবাসা কি 
ইচ্ছে কি !

আর যেদিন প্রথম 
তোমায় কাছে পেয়েছিলাম
সেদিন বুঝেছিলাম
প্রেম কি
মায়া কি !

প্রথম প্রেম কিন্তু
সেই কবিতা রয়েই গেছে
অদ্বিতিয়া তুমি
আমার তুমি !

কবিতা আমার মেহন
তুমি আমার পূর্ণতা !
তোমায় ছাড়া কবিতা হয়না
কবিতা সে তো তুমি !

কিন্তু তবুও বলি
কবিতা ও তুমি এক নও !
কবিতা হলো কুমর্টুলির প্রতিমা
শিল্পীর তুলির টানে তার জীবন
এক পশলা বৃষ্টি যাকে ধুয়ে মুছে দিতে পারে !

কিন্তু তুমি
তুমি তো অন্তহিনা !
তোমার গভীরতা অসীম,অনন্ত
কেউ কি পেরেছে আজও
অসীমের এই রহয়্সো বুঝতে !
না ,কেউ না
জানি আমিও নই সে
তবুও তো নিতান্তই পূর্ণতার অভিপ্রায়
অচেনা অজানা দিগন্ত করে চলেছি উন্মোচন
অচেনা প্রেম
আজও দেয়নি ধরা ! - ০৫.০৬.২০১৪

~ অচেনা প্রেম ~

আমার চোখ সুন্দর চায় 
আমার মন চায় অসীম 
আমার হাত গভীর চায় 
আমার অস্তিত্য চায় তোমায় !-০৫.০৬.২০১৪

~ নগ্ন আমি ~

আজ আমি নগ্ন
এ আমি সে আমি নয়
এ আমি একটু অন্যরকম !
এ আমি মিশরের মমি
এ আমি অজেয় তাকলামাকান
এ আমি বিভুতিভুষনের চাঁদের পাহাড়
কিংবা আরন্যক ও বলা যায় !
এ আমি জীবনানন্দের শঙ্খচিল
অসীম যার দিগন্ত
আদিম আফ্রিকা থেকে অধুনা কলকাতা !
এ আমি সেই গুরুদেবের
গুপ্তধনের আমি
"যে আলোক চায় ,আকাশ চায় ,মুক্তি চায় !"
কিন্তু দিনের শেষে
এ আমি একটু অন্যরকম !
তখন
এ আমি তোমার
একান্তই তোমার আমি
একান্তই তোমার
"নগ্ন আমি" !-০৫.০৬.২০১৪

Wednesday, 4 June 2014

যা অসীম.........

আমি মাটি আঁকড়ে 
বাঁচতে চাই না !
আমি জীবন চাই 
আমি চাই 
উত্থান !
আমি চাই 
পতন !
আমি চাই 
আবেগ !
আমি চাই তোমাকে 
বিনিদ্র চাইনা
চাই অস্থিরতা !
সোহাগ চাইনা
চাই উন্মাদনা !
সন্ন্যাস চাইনা
সংসার
না ,তাও নয় !
আমি চাই
বাউল -বাউন্ডুল !
সৃষ্টি চেতনা নয়
যা কিছু মুক্ত
যাই স্বাধীন
যা সত্য !
যা সুন্দর
যাই বিমূর্ত
যা অসীম !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-০৪.০৬.২০১৪

~ অপ্রাপ্য ~

আজ রাত তুমি গভীরে যাও
যেন আলো ছুঁতে না পারে
তার নিঃশ্বাস !-০৪.০৬.২০১৪

মাতাল মাতাল সন্ধ্যা........

এ এক মাতাল মাতাল সন্ধ্যা
চোখে মুখে নেশা
আমি দুলছি দোদুল দোলে
ভাবছি তোমার কথা
তুমি আসবে না তা জানি
ভালোবাসনা তাতে কি
আজ মন মাঝি তুলেছে পাল
আজ পথ হারাবই !-০৪.০৬.২০১৪

স্বার্থপর.......

কতটা
যদি বলি সীমাহীন
আমায় পূর্ণতা দেবে
আমি স্বার্থপর !-০৪.০৬.২০১৪
***************************
How much
If i say to the infinite
Would you mind to make me immoral
I'm selfish........!!!!!-04.06.2014

~ সাক্ষাত প্রেম ~

হয়তো নয় আর বেশিদিন
হয়তো বা আর কিছু মুহূর্ত
না বিলাসিতা নয়
এটাই বাস্তব !
শেষ ইচ্ছা টুকু
তাই বলে যাই
অনেক শেখা রইলো বাকি
অনেক আজও অজানা !
তবুও তো দেখলাম
সাক্ষাত প্রেম
চাক্ষুস তোমাকে
আর কি বাকি রইলো !!!-০৪.০৬.২০১৪ 

দম্ভের বালি..........

(ORIGINAL)
দম্ভের বালি সময়ের ঝড়ে উড়ে যাবে ।-Ratna Ghosh
(TRANSLATED)
STORM OF TIME WILL SURELY BLOW AWAY THE SILLY EMOTION OF PRIDE.-BY ME ONLY------------
********************************************************************************************************************04.06.2014

Tuesday, 3 June 2014

একটি ব্যর্থ প্রেমের উপকথা.....



তুমি কি ব্যর্থ 
কি 
তোমার চোখে তা যদি হয়
তবে তাই
কেন তুমি কি মনে করো না
আমার মনে করাতে কি কিছু এসে যায়
চিতার শেষে যে ছাই
তার মূল্য কি জীবন দিয়ে হয় 
না তা হয়না
শ্রাবনের ধারায় একদিন
সব মিথ্যে ধুয়ে যাবে
আমি অপেক্ষা করবো
তুমি এসো !-০৩.০৬.২০১৪

~ একান্ত মুহুর্তে ~

একটু উষ্ণতা চাই
ধীরে ধীরে ওঠো.........!
আজ ধরো তুমি সরীসৃপ
এবার বুকে ভর দাও 
ধরো না তোমার কেবল
ওই জিভ আর বুক 
এসো এবা...........!
দুষ্টু তুমি
আজ তোমার কোনো কথা শুনবো না। 
ওখানে কি 
নিচে নামো
এই নাও মধু 
নুপুর  থাক না 
তুমি আসতে-আসতে ঢালো !
অল্প করে 
এই তো 
উঠতে থাকো
আহ:....থামো..............!
এবার আমার পালা 
মধুর শিশি টা দাও 
আরও আরও 
আরও একটু ......!
নাও -
আর দেরী নয় 
ওভাবে  নয় 
আরো জোরে 
একটু আসতে 
লাগছে যে 
রেহাই দাও 
থামো 
দাও..........!!!!!!!!-০৩.০৬.২০১৪


Monday, 2 June 2014

নারী তোমার প্রতি.............

তোমার চোখে নীল্ আছে 
তাতে কী !
তা থাকার নয় 
কেন নয় ?
তুমি নারী 
তাতে কি !
নীল্ তোমায় শোভা দেয়না 
তবে কি শোভা দেয় ?
তুমি সাদায় ভালো
সে কি কথা -
তাতে তো কালি লাগে
তুমি কি নিস্কলঙ্ক হয়েছো ?
ইতিহাস সাক্ষী
তোমার শোধনে
যে অগ্নিও অপারগ !
তবে তুমি কি চাও
আমি চাই তুমি আকাশ এর নিল হয় থেকো
এ পৃথিবী তোমার মূল্য বোঝেনা !-০২.০৬.২০১৪

Sunday, 1 June 2014

কথার ছলে

"ভালোবাসি"
"খুব গরম জানো !"
"জল দাও ও'র বোধ হয় তেষ্টা পেয়েছে !"
"আমি আসছি "
"এসো !"
"এমনি এক গ্রীষ্মের দুপুরে
যদি আসি
দুয়ার দেবে খুলে ? "
"দেবো
তুমি এসো"-০১.০৬.২০১৪

স্বপ্নের বাসরে

তুমি ঘুমিয়ে পোড়ো
আমি স্বপ্নে আসবো !-০১.০৬.২০১৪

~ তুমি আমার ~

তুমি সুন্দর
তাই বোঝো না
যদি বোঝো বল না !
তুমি সুন্দর কেন জানো
তুমি নিস্পাপ বলে !
তুমি নিস্পাপ কেন জানো
তুমি প্রকৃতি বলে !
তুমি প্রকৃতি
তাই তো সত্য
তুমি সত্য তাইতো
তুমি আমার ! -০১.০৬.২০১৪

মাউপুষি উবাচ

জামবাটি ভরে ছিল
এক পোয়া দুদু
মাউপুষি খেয়ে গেল
করে চাচি -পূচি !
যেই না বলা
এই
মাউপুষি
খেলি যে দুদু আমার
"আমি খাবো কি ?"
চোখ দুটি করে গোল্লা
লেজুটি করে খাড়া
মাটিতে দিয়ে আঁচড়
বললো বুঝি
" দাঁড়া "!
যেমনি আমি জড়সড়
ভয়ে জবুথবু !
মাউপুষি -
হাসলো বুঝি
"হয়েছে ব্যাটা কাবু "!
যেই না ভয়ে চোখ বুজেছি
কি হয় ! কি হয় !
বাঘের মাসি পগার পার
গল্প ফুরোয় !-০১.০৬.২০১৪